Ajker Patrika

বৈশ্বিক সংকট মোকাবিলায় রাশিয়ার সারের খুবই প্রয়োজন: গুতেরেস 

বৈশ্বিক সংকট মোকাবিলায় রাশিয়ার সারের খুবই প্রয়োজন: গুতেরেস 

বৈশ্বিক সংকট মোকাবিলায় রাশিয়ার সার খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা বর্তমানে বিশ্ব বাজারে সারের সংকট দেখতে পাচ্ছি। 

আগামী ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে গুতেরেসের এই মন্তব্যকে বেশ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। গুতেরেস বলেছেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সবকিছুই করছি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি, ইইউর সঙ্গে কাজ করছি, অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করছি এই বিষয়টি নিশ্চিত করার জন্য যেটা আমরা বারবার বলেছি যে, খাদ্য এবং সারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হওয়া উচিত নয়। কারণ এই নিষেধাজ্ঞার ফলাফল বাস্তবে প্রভাব ফেলবে এবং এই মুহূর্তে আমরা বিশ্ব বাজারে সারের সংকট দেখতে পাচ্ছি যা মোকাবিলায় জরুরি ভিত্তিতে রাশিয়ার সার প্রয়োজন।’ 

গুতেরেস আরও বলেছেন, ‘কৃষ্ণ সাগর খাদ্য সহযোগিতার বিষয়টি সম্ভব হয়েছে জাতিসংঘ সচিব এবং তুর্কির মধ্যস্থতায়। এ জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে এটি নিশ্চিত করতে সচেষ্ট রয়েছি যে এটি সময়মতো কাজ করেছে… এবং আমরা মনে করি, এখনই সময় রাশিয়ার অ্যামোনিয়া রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করার। আমরা ইউক্রেনের যুদ্ধের প্রভাব কমাতে তুরস্ক এবং জাতিসংঘ এক সঙ্গে কঠোর পরিশ্রম করছে।’ 

এই সময় গুতেরেস বৃহৎ শক্তি—চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তুর্কির মধ্যস্থতা প্রচেষ্টা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের সঙ্গে জড়িত ভূ-রাজনৈতিক বিভাজনের বিষয়ে কথা বলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত