দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আশরাফুজ্জামান আশু। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে এই আসন থেকে ১৫ বছর পর লাঙ্গলের এমপি হয়েছেন আশু। এর আগে ২০০৮ সালে এই আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাপার আব্দুল জব্বার এমপি নির্বাচিত হয়েছিলেন।
আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী আসন নিয়ে নিজের পরিকল্পনা ও রাজনীতি নিয়ে কথা বলেছেন সংসদ সদস্য আশরাফুজ্জামান।
আবুল কাসেম, সাতক্ষীরা
এই আসনের নানা খাতে দুর্নীতির বিষয়ে একসময় সোচ্চার ছিলেন আশরাফুজ্জামান। বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় আমি পরিষ্কার বলেছি, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অডিট করতে হবে। তবে এ কথা সত্য, ১০ বছরের জঞ্জাল এক দিনে সরানো সম্ভব নয়। আমি অঙ্গীকার করছি, ভোমরা স্থলবন্দর, চেম্বারসহ অন্যান্য প্রতিষ্ঠানকে চাঙা করার চেষ্টা করব।’
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের বিষয়ে সংসদ সদস্য আশু বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ না হলে ওই সব নিয়োগ বোর্ড আমি বাতিল করার পক্ষে কাজ করব।’ সীমান্তবর্তী জেলা হিসেবে মাদক ও চোরাচালান বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘মাদক ও চোরাচালানের একটা সিন্ডিকেট আছে সাতক্ষীরায়। তারা ভদ্রভাবে ঘুরে বেড়ায়, আর ভেতরে-ভেতরে লোকজন দিয়ে চোরাচালান করায়। তারা আবার প্রশাসনের সঙ্গে ওঠাবসাও করে। আমি তাদের মুখোশ খুলে ফেলতে চাই।’
এমপি হিসেবে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে আশরাফুজ্জামান বলেন, ‘বিশেষ করে জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সড়কব্যবস্থার উন্নয়নের চেষ্টা করব।’
এই আসনের নানা খাতে দুর্নীতির বিষয়ে একসময় সোচ্চার ছিলেন আশরাফুজ্জামান। বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির সভায় আমি পরিষ্কার বলেছি, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অডিট করতে হবে। তবে এ কথা সত্য, ১০ বছরের জঞ্জাল এক দিনে সরানো সম্ভব নয়। আমি অঙ্গীকার করছি, ভোমরা স্থলবন্দর, চেম্বারসহ অন্যান্য প্রতিষ্ঠানকে চাঙা করার চেষ্টা করব।’
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের বিষয়ে সংসদ সদস্য আশু বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ না হলে ওই সব নিয়োগ বোর্ড আমি বাতিল করার পক্ষে কাজ করব।’ সীমান্তবর্তী জেলা হিসেবে মাদক ও চোরাচালান বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘মাদক ও চোরাচালানের একটা সিন্ডিকেট আছে সাতক্ষীরায়। তারা ভদ্রভাবে ঘুরে বেড়ায়, আর ভেতরে-ভেতরে লোকজন দিয়ে চোরাচালান করায়। তারা আবার প্রশাসনের সঙ্গে ওঠাবসাও করে। আমি তাদের মুখোশ খুলে ফেলতে চাই।’
এমপি হিসেবে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে আশরাফুজ্জামান বলেন, ‘বিশেষ করে জলাবদ্ধতা সমস্যার সমাধান ও সড়কব্যবস্থার উন্নয়নের চেষ্টা করব।’
বাংলাদেশি তরুণ ওমর আহমেদ বর্তমানে বেলজিয়ামের ইএএসপিডি ব্রাসেলসের ইইউ প্রজেক্ট অফিসার হিসেবে কর্মরত। বেলজিয়ামে উন্নয়ন সংস্থাগুলোর কাজ, বাংলাদেশিদের সুযোগ ও প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন নাদিম মজিদ।
২২ দিন আগেফয়েজ আহমদ তৈয়্যব একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ এবং জননীতি বিশ্লেষক। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি তথ্য খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন অর্চি হক।
১৭ মার্চ ২০২৫অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। এ সময়ে দেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।
০৬ ফেব্রুয়ারি ২০২৫সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের বিস্তারিত অংশ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো।
০১ ফেব্রুয়ারি ২০২৫