ইসলাম ডেস্ক
পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।
পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।
জুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
১৪ ঘণ্টা আগেকুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশের জন্য এ গৌরব বয়ে আনেন তিনি।
১৪ ঘণ্টা আগেবিয়ে ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক অংশ। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি নিয়ে আসে। তবে বিয়ের আগে আর্থিক সচ্ছলতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি বিয়ে-পরবর্তী জীবনে দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে সক্ষম করে।
১৪ ঘণ্টা আগে