আব্দুল্লাহ আলমামুন আশরাফী
মানবজাতির প্রতি মহানবী (সা.)-এর যে বিপুল অবদান রয়েছে, তার স্বীকৃতি হিসেবে তাঁকে ভালোবাসা উপহার দেওয়া ইমানের দাবি। মুমিন মাত্রই এই মহামানবের অকুণ্ঠ ভালোবাসা লালন করে। পবিত্র কোরআন-হাদিসে নবীপ্রেমের গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে।
কোরআনে নবীপ্রেম
প্রকৃত মুমিন হতে হলে রাসুল (সা.)কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। ইরশাদ হয়েছে, ‘নবী মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়।’ (সুরা আহজাব: ৬) আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসাকে সবার ওপরে স্থান দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘(হে নবী) বলুন, তোমাদের কাছে যদি তোমাদের বাবা-মা, সন্তান, ভাইবোন, বংশ, অর্জিত সম্পদ, এমন ব্যবসা, যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান, যা তোমরা পছন্দ করো, তা আল্লাহ ও তাঁর রাসুল এবং তাঁর পথে লড়াই করা থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।’ (সুরা তওবা: ২৪)
হাদিসে নবীপ্রেম
রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের তাঁর প্রতি সর্বোচ্চ ভালোবাসা পোষণের নির্দেশনা দিয়েছেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ প্রকৃত ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা-মা, সন্তান-সন্ততি এবং সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় হব না।’ (বুখারি: ১৫) একবার ওমর (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয়, তবে আমার প্রাণ ছাড়া।’ তখন নবী (সা.) বললেন, ‘না ওমর, এতে হবে না। যে সত্তার হাতে আমার জান, তাঁর কসম, (ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না) যতক্ষণ আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় হব না।’ পরক্ষণেই ওমর বললেন, ‘হ্যাঁ; এখন তা হয়েছে; আল্লাহর কসম, (এখন থেকে) আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়।’ তখন নবী (সা.) বললেন, ‘হ্যাঁ ওমর, এখন হয়েছে।’ (বুখারি: ৬৬৩২)
নবীপ্রেম মুমিনের সম্বল
মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এর স্বাদ যার অর্জিত হয়, সমস্ত দুঃখ, কষ্ট তার কাছে তুচ্ছ মনে হয়। আর এই স্বাদ সে-ই পায়, যার কাছে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকে। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তিনটি গুণের অধিকারী ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে। এর মধ্যে প্রথম হলো, যার কাছে আল্লাহ ও তাঁর রাসুল সবচেয়ে প্রিয় হবেন।’ (মুসলিম: ৬৭) নবীপ্রেম একইভাবে আখিরাতে সাফল্য অর্জনের মাধ্যম। আখিরাতে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গ লাভের মাধ্যমে তা পূর্ণতা পাবে। নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি যাকে ভালোবাসে, তার সঙ্গেই তার হাশর হবে।’ (মুসলিম: ২৬৪০)
লেখক: মুহাদ্দিস ও খতিব
মানবজাতির প্রতি মহানবী (সা.)-এর যে বিপুল অবদান রয়েছে, তার স্বীকৃতি হিসেবে তাঁকে ভালোবাসা উপহার দেওয়া ইমানের দাবি। মুমিন মাত্রই এই মহামানবের অকুণ্ঠ ভালোবাসা লালন করে। পবিত্র কোরআন-হাদিসে নবীপ্রেমের গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে।
কোরআনে নবীপ্রেম
প্রকৃত মুমিন হতে হলে রাসুল (সা.)কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জীবনের চেয়েও বেশি। ইরশাদ হয়েছে, ‘নবী মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়।’ (সুরা আহজাব: ৬) আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসাকে সবার ওপরে স্থান দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘(হে নবী) বলুন, তোমাদের কাছে যদি তোমাদের বাবা-মা, সন্তান, ভাইবোন, বংশ, অর্জিত সম্পদ, এমন ব্যবসা, যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো এবং তোমাদের বাসস্থান, যা তোমরা পছন্দ করো, তা আল্লাহ ও তাঁর রাসুল এবং তাঁর পথে লড়াই করা থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।’ (সুরা তওবা: ২৪)
হাদিসে নবীপ্রেম
রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের তাঁর প্রতি সর্বোচ্চ ভালোবাসা পোষণের নির্দেশনা দিয়েছেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ প্রকৃত ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা-মা, সন্তান-সন্ততি এবং সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় হব না।’ (বুখারি: ১৫) একবার ওমর (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয়, তবে আমার প্রাণ ছাড়া।’ তখন নবী (সা.) বললেন, ‘না ওমর, এতে হবে না। যে সত্তার হাতে আমার জান, তাঁর কসম, (ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না) যতক্ষণ আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় হব না।’ পরক্ষণেই ওমর বললেন, ‘হ্যাঁ; এখন তা হয়েছে; আল্লাহর কসম, (এখন থেকে) আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়।’ তখন নবী (সা.) বললেন, ‘হ্যাঁ ওমর, এখন হয়েছে।’ (বুখারি: ৬৬৩২)
নবীপ্রেম মুমিনের সম্বল
মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান। এর স্বাদ যার অর্জিত হয়, সমস্ত দুঃখ, কষ্ট তার কাছে তুচ্ছ মনে হয়। আর এই স্বাদ সে-ই পায়, যার কাছে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে থাকে। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তিনটি গুণের অধিকারী ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে। এর মধ্যে প্রথম হলো, যার কাছে আল্লাহ ও তাঁর রাসুল সবচেয়ে প্রিয় হবেন।’ (মুসলিম: ৬৭) নবীপ্রেম একইভাবে আখিরাতে সাফল্য অর্জনের মাধ্যম। আখিরাতে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গ লাভের মাধ্যমে তা পূর্ণতা পাবে। নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি যাকে ভালোবাসে, তার সঙ্গেই তার হাশর হবে।’ (মুসলিম: ২৬৪০)
লেখক: মুহাদ্দিস ও খতিব
একজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
৪ ঘণ্টা আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
১ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
২ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
২ দিন আগে