রমজানের এই দিনে: মহানবী (সা.)–এর আদরের কন্যা ফাতিমা (রা.)–এর ইন্তেকাল

ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৩, ১৪: ৩০

হজরত ফাতিমা (রা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চতুর্থ কন্যা। বিবি খদিজার গর্ভে ৬০৫ খ্রিষ্টাব্দে মক্কায় তাঁর জন্ম হয়। মায়ের সঙ্গেই ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণ করেন। ৬২২ সালে মহানবী (সা.)-এর হিজরতের কিছুদিন পর তিনি পরিবারের অন্যদের সঙ্গে মদিনায় চলে যান। 

ইসলামের চতুর্থ খলিফা হজরত আলি (রা.) ৪০০ দিরহাম মূল্যের একটি লোহার বর্মের বিনিময়ে তাঁকে বিয়ে করেছিলেন। তখন ফাতিমার বয়স ছিল সাড়ে ১৫ বা ১৮ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হজরত আলির সংসার করেন। তাঁদের দাম্পত্যজীবন প্রায় নয় বছর স্থায়ী ছিল। তাঁদের সংসারে চার সন্তান—হাসান, হোসাইন, জয়নব ও উম্মে কুলসুম। 

ফাতিমা (রা.) বিভিন্ন যুদ্ধে অংশ নেন এবং মুসলিম যোদ্ধাদের চিকিৎসক ও সেবকের দায়িত্ব পালন করেন। মহানবী (সা.)-এর মৃত্যুর পর তিনি শোকগাঁথা রচনা করেছিলেন। যার কয়েক পঙক্তির বঙ্গানুবাদ এরকম—

‘মাটিতে শায়িত আমার বাবাকে কেউ এসে বলে যান: 
আমার করুণ রোদন, আর্তি আপনি শুনতে পান? 
এতটা কঠিন সময় আমার’ পর হলো সম্পাত
এমন বিপদ দিনকে ঘিরলে দিন হয়ে যেত রাত। …’

(নবীজির জন্য ফাতিমার এলিজি, অনুবাদ: আবদুল্লাহ মাহমুদ নজীব) 

মহানবী (সা.) ফাতিমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সৃষ্টিজগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। তাঁরা হলেন, মারইয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়াইলিদ ও ফাতেমা বিনতে মুহাম্মদ।’ (তিরমিজি: ৩৮৭৪; আহমাদ: ১২৪১৪) 

অন্য হাদিসে হজরত ফাতিমাকে জান্নাতে নারীদের নেতা আখ্যা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতবাসী নারীদের সর্দার ফাতিমা।’ (বুখারি, কানজুল উম্মাল, আল-বিদায়া ওয়ান-নিহায়া) 

এক হাদিসে মহানবী (সা.) তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘হে ফাতিমা, আল্লাহ তোমার খুশিতে খুশি হন এবং তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হন।’ (তাহযিব আত-তাহযিব: ১২ / ৪৪২; আল-ইসাবা: ৪ / ৩৬৬) 

এ ছাড়া ফাতিমা (রা.)–এর আরও অসংখ্য ফজিলত ও মর্যাদার কথা হাদিসে এসেছে। 

ইতিহাসবিদ আল-ওয়াকিদির মতে, হজরত ফাতিমা (রা.) ১১ হিজরির ৩ রমজান ইন্তেকাল করেন। হজরত আব্বাস (রা.) তাঁর জানাজার নামাজে ইমামতি করেন। চাচা আকিলের বাড়ির এক কোণে তাঁকে সমাহিত করা হয়। (আস-সাহাবিয়াত: ১৫৩)

আরও খবর পড়ুন: 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত