ইসলাম ডেস্ক
সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—
» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬)
» ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫)
» ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ।
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ।
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে।
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)
সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক মধ্যাহ্নে সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ ও হারাম। এ ছাড়া কিছু কিছু সময়ে নামাজ আদায় করা মাকরুহ তথা অপছন্দনীয়। এখানে তেমন কিছু সময়ের কথা তুলে ধরা হলো—
» নামাজের নিষিদ্ধ সময়ে জানাজা এলে তা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (বুখারি: ১২৩১; মুসলিম: ১৩৭৩)
» কোনো ব্যক্তি ওই সময়ে আয়াতে সিজদা তিলাওয়াত করলে সিজদা আদায় করতে পারবে। কিন্তু মাকরুহ হবে। (তিরমিজি: ১৫৬)
» ফজরের নামাজের সময় হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (মুসলিম: ১১৮৫)
» ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ। (বুখারি: ৫৫১)
» ইকামতের সময় নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ১১৬০)
» ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাকরুহ।
» ঈদের নামাজের পরে ঘরেও কোনো নফল নামাজ নেই, ঈদগাহেও নেই। (ইবনে মাজাহ: ১২৮৩)
» সময় যদি এত কম হয় যে সুন্নত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে, এমন সময় সুন্নত নামাজ পড়া মাকরুহ।
» খুব ক্ষুধা থাকলে এবং খাওয়ার তীব্র চাহিদা থাকলে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯) এমন সময়ে খাবার আগে খেয়ে পরে নামাজ আদায় করতে হবে।
» প্রস্রাব-পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। (মুসলিম: ৮৬৯)
আল্লাহ তাআলা মানুষকে বিচিত্ররূপে সৃষ্টি করেছেন। গায়ের রঙে যেমন রয়েছে ভিন্নতা, তেমনই মন-মেজাজেও বিচিত্রতা স্পষ্ট।
১০ ঘণ্টা আগেপ্রত্যেক মুসলমানের চূড়ান্ত লক্ষ্য-উদ্দেশ্য ও একান্ত আশা-আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতের মেহমান হওয়া। কেননা জান্নাত অনন্ত সুখ, শান্তি ও অসংখ্য নিয়ামতের জায়গা। আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দিকে বান্দাদের ডেকেছেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন।’ (সুরা ইউনুস: ২৫)
১ দিন আগেসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ইসলামি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যাবে আগামী ৩ নভেম্বর। এই চাঁদ দেখার সঙ্গে রমজান শুরুর ব্যাপারে পূর্বাভাস পান জ্যোতির্বিদেরা।
২ দিন আগেপ্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। দুর্যোগের সময় মুমিনের বিভিন্ন করণীয় সম্পর্কে কোরআন-হাদিসে এসেছে। এখানে কয়েকটি করণীয় বিষয় তুলে ধরা হলো—
২ দিন আগে