হুসাইন আহমদ
আল্লাহ তাআলা কতশত নিয়ামত ও রহমত দিয়ে আমাদের জীবনধারণকে সহজ করেছেন, তার অন্ত নেই। আমাদের জীবনের পুরোটা দিয়েও যদি তাঁর শুকরিয়া আদায় করি, তবু কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?’ (সুরা ওয়াকিয়া: ৬৮-৭০) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা ইমান আনবে না?’ (সুরা আম্বিয়া: ৩০)
তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং তা পান করার সময় রাসুলের সুন্নতগুলো মেনে চলা মুমিনের কর্তব্য। এখানে পানি পানের সুন্নতগুলো তুলে ধরা হলো—১. ডান হাতে পান করা। কেননা শয়তান বাঁ হাত দিয়ে পান করে। ২. পানি পানের শুরুতে (বিসমিল্লাহ) পড়া এবং শেষে (আলহামদুলিল্লাহ) পড়া।
৩. পানি বসে পান করা। দাঁড়িয়ে পান করা অনুচিত। ৪. পানি তিন শ্বাসে পান করা। নিশ্বাস ফেলার সময় গ্লাস থেকে মুখ আলাদা করা। ৫. পানি গ্লাসের ভাঙা অংশের দিক দিয়ে পান না করা। ৬. পানি জগ বা এমন বড় পাত্রে মুখ লাগিয়ে পান না করা।
লেখক:— শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আল্লাহ তাআলা কতশত নিয়ামত ও রহমত দিয়ে আমাদের জীবনধারণকে সহজ করেছেন, তার অন্ত নেই। আমাদের জীবনের পুরোটা দিয়েও যদি তাঁর শুকরিয়া আদায় করি, তবু কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। পানি আল্লাহর অন্যতম বড় নিয়ামত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো, না আমি তা বর্ষণ করি? আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?’ (সুরা ওয়াকিয়া: ৬৮-৭০) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবু কি তারা ইমান আনবে না?’ (সুরা আম্বিয়া: ৩০)
তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং তা পান করার সময় রাসুলের সুন্নতগুলো মেনে চলা মুমিনের কর্তব্য। এখানে পানি পানের সুন্নতগুলো তুলে ধরা হলো—১. ডান হাতে পান করা। কেননা শয়তান বাঁ হাত দিয়ে পান করে। ২. পানি পানের শুরুতে (বিসমিল্লাহ) পড়া এবং শেষে (আলহামদুলিল্লাহ) পড়া।
৩. পানি বসে পান করা। দাঁড়িয়ে পান করা অনুচিত। ৪. পানি তিন শ্বাসে পান করা। নিশ্বাস ফেলার সময় গ্লাস থেকে মুখ আলাদা করা। ৫. পানি গ্লাসের ভাঙা অংশের দিক দিয়ে পান না করা। ৬. পানি জগ বা এমন বড় পাত্রে মুখ লাগিয়ে পান না করা।
লেখক:— শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
একজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
৭ ঘণ্টা আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
১ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
২ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
২ দিন আগে