হুসাইন আহমদ, ইসলামবিষয়ক গবেষক
শীতকালে আল্লাহর ইবাদতের মাত্রা কমানো যাবে না। একটু কষ্ট হলেও সব আবশ্যক ইবাদত ঠিকঠাক আদায় করতে হবে। এ ছাড়া শীতের পরিবেশে বিশেষভাবে কিছু আমল করা যায়, যা করতে তেমন কোনো কষ্ট হয় না।
এক. আল্লাহ তাআলার শোকর আদায় করা: তীব্র এই শীতে আল্লাহ তাআলা আমাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ থাকার মতো প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন, তাই শোকর আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর কোনো কিছুর অভাব থাকলে ধৈর্য ধারণ করতে হবে এবং তা অর্জনের চেষ্টা করতে হবে।
দুই. পরিবারের সঙ্গে সময় কাটানো। এই শীতে অনেক সময় স্বাভাবিক কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হয়। এ সময় আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে নিজেদের মধ্যকার বন্ধনকে দৃঢ় করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারি।
তিন. প্রতিবেশীর খোঁজখবর রাখা। আপনার প্রতিবেশীর প্রয়োজন সম্পর্কে খোঁজখবর রাখা উচিত। এরপর সাধ্যমতো তাদের প্রয়োজন পূরণেরও চেষ্টা করতে পারি।
চার. দরিদ্র ও বাস্তুহারাদের সাহায্য করা: চারপাশেই দরিদ্র ও বাস্তুহারা মানুষের বসবাস। তীব্র শীতে খোলা রাস্তায় ঘুমোচ্ছেন। তাঁদের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।
পাঁচ. বয়স্কদের সহযোগিতা করা: এই তীব্র শীতে বয়স্কদের জন্য চলাফেরা, কাজকর্ম করা একটু কষ্টকর। অনেক কাজ তাঁরা স্বাভাবিকভাবে করতে পারেন না। এ জন্য তাঁদের সহযোগিতার মাধ্যমে উপকার করতে পারি।
ছয়. তাহাজ্জুদ আদায় এবং ছোট দিনে রোজা রাখা: রাসুল (সা.) বলেছেন, ‘শীতকাল মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমদ)
শীতকালে আল্লাহর ইবাদতের মাত্রা কমানো যাবে না। একটু কষ্ট হলেও সব আবশ্যক ইবাদত ঠিকঠাক আদায় করতে হবে। এ ছাড়া শীতের পরিবেশে বিশেষভাবে কিছু আমল করা যায়, যা করতে তেমন কোনো কষ্ট হয় না।
এক. আল্লাহ তাআলার শোকর আদায় করা: তীব্র এই শীতে আল্লাহ তাআলা আমাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ থাকার মতো প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন, তাই শোকর আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর কোনো কিছুর অভাব থাকলে ধৈর্য ধারণ করতে হবে এবং তা অর্জনের চেষ্টা করতে হবে।
দুই. পরিবারের সঙ্গে সময় কাটানো। এই শীতে অনেক সময় স্বাভাবিক কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হয়। এ সময় আমরা পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে নিজেদের মধ্যকার বন্ধনকে দৃঢ় করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারি।
তিন. প্রতিবেশীর খোঁজখবর রাখা। আপনার প্রতিবেশীর প্রয়োজন সম্পর্কে খোঁজখবর রাখা উচিত। এরপর সাধ্যমতো তাদের প্রয়োজন পূরণেরও চেষ্টা করতে পারি।
চার. দরিদ্র ও বাস্তুহারাদের সাহায্য করা: চারপাশেই দরিদ্র ও বাস্তুহারা মানুষের বসবাস। তীব্র শীতে খোলা রাস্তায় ঘুমোচ্ছেন। তাঁদের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।
পাঁচ. বয়স্কদের সহযোগিতা করা: এই তীব্র শীতে বয়স্কদের জন্য চলাফেরা, কাজকর্ম করা একটু কষ্টকর। অনেক কাজ তাঁরা স্বাভাবিকভাবে করতে পারেন না। এ জন্য তাঁদের সহযোগিতার মাধ্যমে উপকার করতে পারি।
ছয়. তাহাজ্জুদ আদায় এবং ছোট দিনে রোজা রাখা: রাসুল (সা.) বলেছেন, ‘শীতকাল মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমদ)
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)
১১ ঘণ্টা আগেভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
১ দিন আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২ দিন আগে