বর্ষসেরা দুই মুসলিম ব্যক্তিত্ব

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮: ০৯
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮: ১৪

প্রতিবছর বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করে জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। এবারের তালিকার শীর্ষে রয়েছেন ইয়েমেনের প্রখ্যাত ইসলামিক স্কলার শাইখ আল-হাবিব ওমর বিন হাফিজ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে সৌদি আরবের বাদশাহ সালমান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং কাতারের আমির তামিম বিন হামাদ। বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নকিব আল-আত্তাস ও ড. এডনা আদান ইসমাইল। বর্ষসেরা দুই ব্যক্তির কথা লিখেছেন ইজাজুল হক

ড. সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস
২০২৪ সালের ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত অধ্যাপক সাইয়েদ মুহাম্মদ নকিব আল-আত্তাস মুসলিম বিশ্বে প্রখ্যাত বুদ্ধিজীবী হিসেবে ব্যাপক সমাদৃত। ছয় দশক ধরে তিনি মালয়েশিয়াসহ মুসলিম বিশ্বে শিক্ষাব্যবস্থার ইসলামিকরণে ব্যাপক অবদান রেখে চলেছেন। এ ক্ষেত্রে তাঁকে পথিকৃৎ বিবেচনা করা হয়। তিনি জ্ঞানবিজ্ঞানকে ইসলামঘনিষ্ঠ ও বাস্তবমুখী করার কথা বলেন। ইসলামের প্রতি অগাধ বিশ্বাসের পাশাপাশি কুসংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক এই ফর্মুলা মালয়েশিয়ার উন্নয়নের অন্যতম কারণ।

অধ্যাপক আল-আত্তাসের জন্ম ইন্দোনেশিয়ার পূর্ব জাভায়, ১৯৩১ সালে। মা-বাবা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের উত্তরাধিকারী ছিলেন। তাঁর বংশপরম্পরা ইমাম হুসাইন হয়ে মহানবী (সা.) পর্যন্ত পৌঁছেছে। জন্মশহর বোগোরে ঐতিহ্যবাহী ধারার ইসলাম শিক্ষা গ্রহণ করেন। এরপর মালয়েশিয়ার জোহোর থেকে মালয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিশেষ পাঠ গ্রহণ করে ১৯৪৬ সালে মালয়-ব্রিটিশ আর্মিতে যোগ দেন। ১৯৫৭ সালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। মালয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ইসলামি ধর্মতত্ত্ব নিয়ে মাস্টার্স এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে ইসলামি দর্শনে পিএইচডি করেন। ১৯৬৫ সালে তিনি মালয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। পরে ১৯৭০ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় চলে আসেন। 

ইসলামি সভ্যতা ও সংস্কৃতির পাশাপাশি সুফিবাদ, সৃষ্টিতত্ত্ব, অধিবিদ্যা, দর্শন এবং মালয় ভাষা ও সাহিত্যের ওপর ২৭টি গ্রন্থ লিখেছেন। তিনিই ১৯৭৯ সালে মক্কায় এক আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ধারণা দেন। ১৯৮৭ সালে তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন প্রতিষ্ঠা করেন। তিনি শুধু বুদ্ধিজীবী, দার্শনিক ও শিক্ষাবিদ হিসেবেই খ্যাত নন, ইসলামি শিল্পকলা ও ইসলামি স্থাপত্যেও তাঁর সুনাম রয়েছে। অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৯২ বছর বয়সী ড. আত্তাস এখনো পুরোদমে কাজ করে যাচ্ছেন। 

ড. এডনা আদান ইসমাইল
২০২৪ সালের উইমেন অব দ্য ইয়ার ড. এডনা আদান ইসমাইল সোমালিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। দাতব্য স্বাস্থ্যসেবায় ব্যাপক অবদানের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তিনি সোমালিয়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁর স্বামী ছিলেন মোহাম্মদ হাজি ইবরাহিম এগাল দেশটির সোমালিল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ও সোমালি প্রজাতন্ত্র সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন। 

ড. এডনা ১৯৩৭ সালে সোমালিয়ার হারগেইসা শহরে জন্মগ্রহণ করেন। খুবই রক্ষণশীল পরিবেশে থেকেও শিক্ষানুরাগী বাবার তত্ত্বাবধানে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর বৃত্তিসহ লন্ডনে নার্স হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হন। পরে দেশে ফিরে এডনা ম্যাটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেন। শিক্ষাদীক্ষায় জাতিকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন এডনা আদান বিশ্ববিদ্যালয়, যা চিকিৎসাবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় ব্যাপক অবদান রাখছে।

রাজনীতিতেও সফল ড. এডনা। তিনি সোমালিয়ার প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া সোমালিল্যান্ড রাজ্যের পরিবারকল্যাণ ও সমাজ উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  তাঁর সেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। তাঁর সংগ্রামী জীবন মুসলিম নারীদের অনুপ্রেরণার উৎস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত