রায়হান রাশেদ
পবিত্র রমজান মাসে খতম তারাবি দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করলে ২৬ রমজানের মধ্যে খতম তারাবি শেষ হয়ে যাবে।
সে হিসাবে প্রথম তারাবিতে পবিত্র কোরআনের প্রথম দেড় পারা তিলাওয়াত করা হয়। সুরা ফাতেহা ও সুরা বাকারার ১ থেকে ২০৩ নম্বর আয়াত পর্যন্ত। এই অংশে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের কথা বিবৃত হয়েছে। রোজা, হজ, খুন, বনি ইসরাইলের বাড়াবাড়িসহ অনেক কথা এখানে আলোচিত হয়েছে। আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা পেশ করছি।
সরল পথের প্রার্থনা সুরা ফাতেহা
সুরা ফাতেহা—কোরআনের প্রথম সুরা। এটিই মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা। রাসুল (সা.) মক্কায় অবস্থানকালীন একবার ও মদিনায় হিজরতের পর একবার; মোট দুই বার এই সুরা নাজিল হয়। সব ধরনের নামাজেই এ সুরা পাঠ করা আবশ্যক। হাদিসে এ সুরাকে ‘কোরআনে মা’ ও ‘কোরআনের সার’ বলে অভিহিত করা হয়েছে। (তাফসিরে কুরতুবি)
সুরা ফাতেহায় পরকালীন জীবনে মুক্তি ও সাফল্যের রাজপথের কথা বলা হয়েছে। এই সুরায় মূলত সরল পথের দিশা পেতে কীভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে—তা শিখিয়ে দেওয়া হয়েছে। যে পথে না চলার কারণে আগের জাতিসমূহ পথভ্রষ্ট হয়েছে, তা থেকে নিজেদের রেখে কীভাবে আল্লাহর সন্তুষ্টির পথে জীবন পরিচালিত করার এক চিরন্তন প্রার্থনা সুরা ফাতেহা।
কোরআনের সবচেয়ে বড় সুরা—বাকারা
সুরা বাকারা মদিনায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ২৮৬টি, কোরআন কারিমের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সুরা। বাকারা অর্থ গাভি। এ সুরায় একটি গাভির ঘটনা বর্ণিত হয়েছে, যে গাভিটি জবাই করার জন্য বনি ইসরাইলকে আদেশ করা হয়েছিল। সে দৃষ্টিকোণ থেকে এ সুরার নাম সুরা বাকারা। ইসলামের মৌলিক নীতি, বিশ্বাস ও শরিয়তের বিধিবিধানের যতটুকু বিস্তারিত বর্ণনা এই সুরায় করা হয়েছে, ততটুকু অন্য কোনো সুরায় করা হয়নি।
শুরুতেই কোরআনের চ্যালেঞ্জ
সুরা বাকারার ২ নম্বর আয়াতে বিশ্ববাসীকে এই কথার বার্তা দেওয়া হচ্ছে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এটা সন্দেহাতীতভাবে নির্ভুল ও আল্লাহর পক্ষ থেকে এসেছে। তৎকালীন আরবি ভাষার পণ্ডিতেরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ভুলও বের করতে পারেনি। কেউ কখনো পারবেও না। কোরআন আল্লাহভীরুদের জন্য পথনির্দেশক।
মুত্তাকির ৫ বৈশিষ্ট্য
মোত্তাকি অর্থ খোদাভীরু। যাঁরা আল্লাহর ভয়ে তাঁর আদেশ-নিষেধ যথাযথভাবে পালন করেন, তাঁরাই মোত্তাকি। ৩ ও ৪ নম্বর আয়াতে মুত্তাকিদের ৫টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। যথা—
১. অদৃশ্যের বিষয়াবলি আল্লাহর কথার ভিত্তিতে বিশ্বাস করা।
২. নামাজ কায়েম করা।
৩. জাকাত দেওয়া এবং দান-সদকা করা।
৪. হজরত মুহাম্মদ (সা.) এবং তার আগের নবীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করা।
৫. পরকালকে বিশ্বাস করে।
মুনাফেকের ৮ বৈশিষ্ট্য
৮-২০ নম্বর আয়াতে মুনাফেকের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। যথা—
১. মুখে ইমান ও বিশ্বাসের কথা বললেও মনে মনে অবিশ্বাস লালন করে।
২. আল্লাহ ও মোমিনদের সঙ্গে প্রতারণা করে নিজেকে চালাক মনে করে।
৩. অন্তরে কপটতা ও বক্রতা রয়েছে।
৪. সমাজে অশান্তি সৃষ্টি করে, তবে নিজেকে শান্তিকামী দাবি করে।
৫. নিষ্ঠার সঙ্গে ইসলাম গ্রহণ করতে করলে বলে—আমরা অত বোকা নই।
৬. বিশ্বাসীদের বন্ধু দাবি করলেও অবিশ্বাসীদের সঙ্গে গোপন আঁতাত করে এবং ইমানদারদের নিয়ে উপহাস করে।
৭. তারা হেদায়তের মর্ম বুঝতে পারে না।
৮. তারা ঝোড়ো রাতের বিভ্রান্ত পথিকের মতো সরল পথের দিশা পায় না।
বনি ইসরাইলের প্রতি আল্লাহর অনুগ্রহ
৪০-১০৩ নম্বর আয়াতে বনি ইসরায়েলদের পরিপূর্ণ ইমান আনার নির্দেশনা, তাদের ওপর আল্লাহ কী কী অনুগ্রহ করেছেন, আল্লাহ বিশেষ নেয়ামত পেয়েও তারা কী কী নাফরমানি করেছে, তাদের গো-পূজায় লিপ্ত হওয়া, জান্নাতি খাবার মান্না ও সালওয়া খেতে অনাগ্রহ প্রকাশ, সম্পদের লোভে একজন আরেকজনকে হত্যা ইত্যাদি অপকর্মের কথা আলোচিত হয়েছে। যে ঘটনার কারণে সুরা বাকারাকে বাকারা নামকরণ করা হয়েছে, সেটিও এখানে আলোচনা করা হয়েছে।
একটি খুন ও গাভি নিয়ে বনি ইসরাইলের বাড়াবাড়ি
বনি ইসরাইলের এক ব্যক্তি খুন হলে মুসা (আ.)-এর কাছে বিচার আসে। আল্লাহর নির্দেশে মুসা (আ.) তাদের একটি গাভি জবাই করে হত্যার রহস্য উদ্ঘাটনের আদেশ দেন। তবে তারা গাভির বৈশিষ্ট্য নিয়ে অহেতুক ও অসাড় প্রশ্ন করতে থাকে এবং আল্লাহ গাভির বৈশিষ্ট্য বলতে থাকেন। ফলে এত নিখুঁত বৈশিষ্ট্যের গাভি পাওয়া তাদের জন্য মুশকিল হয়ে গেল।
এই ঘটনা সম্পর্কে তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ‘কোরবানি করার জন্য গাভি সম্পর্কে এত বিবরণ গ্রহণ করা সত্ত্বেও ইহুদিদের গাভি কোরবানি করার কোনো প্রকার ইচ্ছা ছিল না। কোরআনের এই অংশে ইহুদিদের তাদের আচরণের জন্য সমালোচনা করা হয়েছে। কেননা তাদের একমাত্র লক্ষ্য ছিল তাদের অহেতুক একগুঁয়েমি ও অবাধ্যতাকে বজায় রাখা এবং এ কারণেই তারা গাভি কোরবানি করতে বিরত থাকার প্রয়াস চালিয়েছিল।’
পরে অনেক খোঁজাখুঁজির পর একটি গাভি পাওয়া গেল। গাভিটি জবাই করে মাংসের একটি অংশ দিয়ে আল্লাহর নির্দেশ মতো খুন হওয়া মানুষটির দেহে স্পর্শ করলে মৃত মানুষটি জীবিত হয় এবং খুনির নাম বলে দেয়। দেখা গেল, যে মানুষটি বিচার নিয়ে গিয়েছিলেন, তিনিই ছিলেন প্রকৃত খুনি। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন।’ (সুরা বাকারা: ৭২)
এ ছাড়া পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-এর সৃষ্টি, ফেরেশতাদের সেজদা, ইবলিসের সেজদায় অস্বীকৃতি ও অহংকার, পৃথিবীতে মানুষের আবির্ভাব, ইবরাহিম (আ.)-এর কোরবানি, কাবাঘর নির্মাণ, মহানবী (সা.)-এর যুগে কিবলা পরিবর্তনের কারণ ও যৌক্তিকতা, রমজানের রোজার বিধান, হত্যার অপরাধে হত্যা ও ক্ষমার বিধান, হজ পালনের বিধিবিধান ইত্যাদি গুরুত্ব পূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক ও সাংবাদিক
পবিত্র রমজান মাসে খতম তারাবি দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের বাতলে দেওয়া পদ্ধতি অনুসরণ করলে ২৬ রমজানের মধ্যে খতম তারাবি শেষ হয়ে যাবে।
সে হিসাবে প্রথম তারাবিতে পবিত্র কোরআনের প্রথম দেড় পারা তিলাওয়াত করা হয়। সুরা ফাতেহা ও সুরা বাকারার ১ থেকে ২০৩ নম্বর আয়াত পর্যন্ত। এই অংশে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের কথা বিবৃত হয়েছে। রোজা, হজ, খুন, বনি ইসরাইলের বাড়াবাড়িসহ অনেক কথা এখানে আলোচিত হয়েছে। আমরা সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা পেশ করছি।
সরল পথের প্রার্থনা সুরা ফাতেহা
সুরা ফাতেহা—কোরআনের প্রথম সুরা। এটিই মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা। রাসুল (সা.) মক্কায় অবস্থানকালীন একবার ও মদিনায় হিজরতের পর একবার; মোট দুই বার এই সুরা নাজিল হয়। সব ধরনের নামাজেই এ সুরা পাঠ করা আবশ্যক। হাদিসে এ সুরাকে ‘কোরআনে মা’ ও ‘কোরআনের সার’ বলে অভিহিত করা হয়েছে। (তাফসিরে কুরতুবি)
সুরা ফাতেহায় পরকালীন জীবনে মুক্তি ও সাফল্যের রাজপথের কথা বলা হয়েছে। এই সুরায় মূলত সরল পথের দিশা পেতে কীভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে—তা শিখিয়ে দেওয়া হয়েছে। যে পথে না চলার কারণে আগের জাতিসমূহ পথভ্রষ্ট হয়েছে, তা থেকে নিজেদের রেখে কীভাবে আল্লাহর সন্তুষ্টির পথে জীবন পরিচালিত করার এক চিরন্তন প্রার্থনা সুরা ফাতেহা।
কোরআনের সবচেয়ে বড় সুরা—বাকারা
সুরা বাকারা মদিনায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা ২৮৬টি, কোরআন কারিমের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সুরা। বাকারা অর্থ গাভি। এ সুরায় একটি গাভির ঘটনা বর্ণিত হয়েছে, যে গাভিটি জবাই করার জন্য বনি ইসরাইলকে আদেশ করা হয়েছিল। সে দৃষ্টিকোণ থেকে এ সুরার নাম সুরা বাকারা। ইসলামের মৌলিক নীতি, বিশ্বাস ও শরিয়তের বিধিবিধানের যতটুকু বিস্তারিত বর্ণনা এই সুরায় করা হয়েছে, ততটুকু অন্য কোনো সুরায় করা হয়নি।
শুরুতেই কোরআনের চ্যালেঞ্জ
সুরা বাকারার ২ নম্বর আয়াতে বিশ্ববাসীকে এই কথার বার্তা দেওয়া হচ্ছে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এটা সন্দেহাতীতভাবে নির্ভুল ও আল্লাহর পক্ষ থেকে এসেছে। তৎকালীন আরবি ভাষার পণ্ডিতেরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ভুলও বের করতে পারেনি। কেউ কখনো পারবেও না। কোরআন আল্লাহভীরুদের জন্য পথনির্দেশক।
মুত্তাকির ৫ বৈশিষ্ট্য
মোত্তাকি অর্থ খোদাভীরু। যাঁরা আল্লাহর ভয়ে তাঁর আদেশ-নিষেধ যথাযথভাবে পালন করেন, তাঁরাই মোত্তাকি। ৩ ও ৪ নম্বর আয়াতে মুত্তাকিদের ৫টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। যথা—
১. অদৃশ্যের বিষয়াবলি আল্লাহর কথার ভিত্তিতে বিশ্বাস করা।
২. নামাজ কায়েম করা।
৩. জাকাত দেওয়া এবং দান-সদকা করা।
৪. হজরত মুহাম্মদ (সা.) এবং তার আগের নবীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করা।
৫. পরকালকে বিশ্বাস করে।
মুনাফেকের ৮ বৈশিষ্ট্য
৮-২০ নম্বর আয়াতে মুনাফেকের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। যথা—
১. মুখে ইমান ও বিশ্বাসের কথা বললেও মনে মনে অবিশ্বাস লালন করে।
২. আল্লাহ ও মোমিনদের সঙ্গে প্রতারণা করে নিজেকে চালাক মনে করে।
৩. অন্তরে কপটতা ও বক্রতা রয়েছে।
৪. সমাজে অশান্তি সৃষ্টি করে, তবে নিজেকে শান্তিকামী দাবি করে।
৫. নিষ্ঠার সঙ্গে ইসলাম গ্রহণ করতে করলে বলে—আমরা অত বোকা নই।
৬. বিশ্বাসীদের বন্ধু দাবি করলেও অবিশ্বাসীদের সঙ্গে গোপন আঁতাত করে এবং ইমানদারদের নিয়ে উপহাস করে।
৭. তারা হেদায়তের মর্ম বুঝতে পারে না।
৮. তারা ঝোড়ো রাতের বিভ্রান্ত পথিকের মতো সরল পথের দিশা পায় না।
বনি ইসরাইলের প্রতি আল্লাহর অনুগ্রহ
৪০-১০৩ নম্বর আয়াতে বনি ইসরায়েলদের পরিপূর্ণ ইমান আনার নির্দেশনা, তাদের ওপর আল্লাহ কী কী অনুগ্রহ করেছেন, আল্লাহ বিশেষ নেয়ামত পেয়েও তারা কী কী নাফরমানি করেছে, তাদের গো-পূজায় লিপ্ত হওয়া, জান্নাতি খাবার মান্না ও সালওয়া খেতে অনাগ্রহ প্রকাশ, সম্পদের লোভে একজন আরেকজনকে হত্যা ইত্যাদি অপকর্মের কথা আলোচিত হয়েছে। যে ঘটনার কারণে সুরা বাকারাকে বাকারা নামকরণ করা হয়েছে, সেটিও এখানে আলোচনা করা হয়েছে।
একটি খুন ও গাভি নিয়ে বনি ইসরাইলের বাড়াবাড়ি
বনি ইসরাইলের এক ব্যক্তি খুন হলে মুসা (আ.)-এর কাছে বিচার আসে। আল্লাহর নির্দেশে মুসা (আ.) তাদের একটি গাভি জবাই করে হত্যার রহস্য উদ্ঘাটনের আদেশ দেন। তবে তারা গাভির বৈশিষ্ট্য নিয়ে অহেতুক ও অসাড় প্রশ্ন করতে থাকে এবং আল্লাহ গাভির বৈশিষ্ট্য বলতে থাকেন। ফলে এত নিখুঁত বৈশিষ্ট্যের গাভি পাওয়া তাদের জন্য মুশকিল হয়ে গেল।
এই ঘটনা সম্পর্কে তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, ‘কোরবানি করার জন্য গাভি সম্পর্কে এত বিবরণ গ্রহণ করা সত্ত্বেও ইহুদিদের গাভি কোরবানি করার কোনো প্রকার ইচ্ছা ছিল না। কোরআনের এই অংশে ইহুদিদের তাদের আচরণের জন্য সমালোচনা করা হয়েছে। কেননা তাদের একমাত্র লক্ষ্য ছিল তাদের অহেতুক একগুঁয়েমি ও অবাধ্যতাকে বজায় রাখা এবং এ কারণেই তারা গাভি কোরবানি করতে বিরত থাকার প্রয়াস চালিয়েছিল।’
পরে অনেক খোঁজাখুঁজির পর একটি গাভি পাওয়া গেল। গাভিটি জবাই করে মাংসের একটি অংশ দিয়ে আল্লাহর নির্দেশ মতো খুন হওয়া মানুষটির দেহে স্পর্শ করলে মৃত মানুষটি জীবিত হয় এবং খুনির নাম বলে দেয়। দেখা গেল, যে মানুষটি বিচার নিয়ে গিয়েছিলেন, তিনিই ছিলেন প্রকৃত খুনি। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন।’ (সুরা বাকারা: ৭২)
এ ছাড়া পৃথিবীর প্রথম মানুষ আদম (আ.)-এর সৃষ্টি, ফেরেশতাদের সেজদা, ইবলিসের সেজদায় অস্বীকৃতি ও অহংকার, পৃথিবীতে মানুষের আবির্ভাব, ইবরাহিম (আ.)-এর কোরবানি, কাবাঘর নির্মাণ, মহানবী (সা.)-এর যুগে কিবলা পরিবর্তনের কারণ ও যৌক্তিকতা, রমজানের রোজার বিধান, হত্যার অপরাধে হত্যা ও ক্ষমার বিধান, হজ পালনের বিধিবিধান ইত্যাদি গুরুত্ব পূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক ও সাংবাদিক
আল্লাহ তাআলা মানুষকে বিচিত্ররূপে সৃষ্টি করেছেন। গায়ের রঙে যেমন রয়েছে ভিন্নতা, তেমনই মন-মেজাজেও বিচিত্রতা স্পষ্ট।
৬ ঘণ্টা আগেপ্রত্যেক মুসলমানের চূড়ান্ত লক্ষ্য-উদ্দেশ্য ও একান্ত আশা-আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতের মেহমান হওয়া। কেননা জান্নাত অনন্ত সুখ, শান্তি ও অসংখ্য নিয়ামতের জায়গা। আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দিকে বান্দাদের ডেকেছেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ শান্তির ঘরের দিকে ডাকছেন।’ (সুরা ইউনুস: ২৫)
১ দিন আগেসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ইসলামি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যাবে আগামী ৩ নভেম্বর। এই চাঁদ দেখার সঙ্গে রমজান শুরুর ব্যাপারে পূর্বাভাস পান জ্যোতির্বিদেরা।
২ দিন আগেপ্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। দুর্যোগের সময় মুমিনের বিভিন্ন করণীয় সম্পর্কে কোরআন-হাদিসে এসেছে। এখানে কয়েকটি করণীয় বিষয় তুলে ধরা হলো—
২ দিন আগে