নাঈমুল হাসান তানযীম
গালি দেওয়া নিকৃষ্ট অভ্যাস। এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। যারা কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে কোরআন-হাদিসে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (আল আহজাব: ৫৮) গালি দেওয়া কেমন গুনাহ সে সম্পর্কে রাসুল (সা.) এরশাদ করেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি।’ (বুখারি: ৪৮)
অন্যকে গালি দেওয়া মানে নিজেই নিজেকে গালি দেওয়া। আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: ‘একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং কাফির বলে যেন অপবাদ না দেয়। কেননা, যদি সে বাস্তবেই তা না হয়ে থাকে, তবে তা তার ওপরই পতিত হবে।’ (বুখারি: ৬০৪৫)
গালিগালাজ করা বড় গুনাহের কাজ। তাই রাগের বশে হোক বা মজার ছলে—গালি দেওয়া কোনোভাবেই উচিত নয়। আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের মা-বাবাকে লানত করা।’
জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, আপন মা-বাবাকে কেউ লানত করতে পারে?’ তিনি বললেন, ‘সে যখন অন্য কোনো লোকের বাবাকে গালি দেয়, তখন সে নিজের বাবাকেই গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, ফলে সে তার মাকেই গালি দেয়।’ (বুখারি: ৫৯৭৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
গালি দেওয়া নিকৃষ্ট অভ্যাস। এটি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। যারা কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি এসেছে কোরআন-হাদিসে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।’ (আল আহজাব: ৫৮) গালি দেওয়া কেমন গুনাহ সে সম্পর্কে রাসুল (সা.) এরশাদ করেন, ‘মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার সঙ্গে লড়াই করা কুফরি।’ (বুখারি: ৪৮)
অন্যকে গালি দেওয়া মানে নিজেই নিজেকে গালি দেওয়া। আবু জর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: ‘একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং কাফির বলে যেন অপবাদ না দেয়। কেননা, যদি সে বাস্তবেই তা না হয়ে থাকে, তবে তা তার ওপরই পতিত হবে।’ (বুখারি: ৬০৪৫)
গালিগালাজ করা বড় গুনাহের কাজ। তাই রাগের বশে হোক বা মজার ছলে—গালি দেওয়া কোনোভাবেই উচিত নয়। আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের মা-বাবাকে লানত করা।’
জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল, আপন মা-বাবাকে কেউ লানত করতে পারে?’ তিনি বললেন, ‘সে যখন অন্য কোনো লোকের বাবাকে গালি দেয়, তখন সে নিজের বাবাকেই গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, ফলে সে তার মাকেই গালি দেয়।’ (বুখারি: ৫৯৭৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)
৭ ঘণ্টা আগেভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
১ দিন আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
২ দিন আগে