কোরআনের আলোকে পুলসিরাত

মাওলানা ইসমাইল নাজিম
Thumbnail image

ফারসি পুল অর্থ সেতু। আরবি সিরাত অর্থ পথ। ইসলামের পরিভাষায় পরকালের একটি বিশেষ সেতুকে পুলসিরাত বলা হয়। পরকালে সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাশরের ময়দানে সমবেত করা হবে এবং কর্মফল দেওয়া হবে। এর পর হাশরের মাঠ থেকে এই বিশেষ সেতু হয়ে জান্নাতের দিকে যেতে হবে।

কোরআন-হাদিসে পুলসিরাত বোঝানোর জন্য শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। উর্দু-ফারসি পরিভাষা থেকে বাংলায় পুলসিরাত শব্দটি এসেছে। পবিত্র কোরআনে এ-সংক্রান্ত আলোচনায় আল্লাহ তাআলা বলেন, ‘তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের (হাশরের মাঠে) সমবেত করব, এরপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করব। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দগ্ধ হওয়ার অধিকতর যোগ্য। এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই, যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব। আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়।’ (সুরা মারিয়াম: ৬৮-৭২)

যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে। আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, ‘সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে, তাদের সামনে ও ডান পাশে তাদের আলো ছোটাছুটি করছে। বলা হবে—আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহাসাফল্য।...’ (সুরা হাদিদ: ১২)

মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত