মুফতি আবু দারদা
রমজানের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। অনেকে এই জুমার নামাজের বিশেষ ফজিলতের কথা বলে থাকেন। এই দিনকে শরিয়ত নির্দেশিত ফজিলতপূর্ণ দিনগুলোর একটি বলে গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন। অনেকে এই জুমার ফজিলত পাওয়ার আশায় দলে দলে এলাকার বড় বড় মসজিদে জড়ো হয়ে থাকেন। অনেকে আবার এই দিনে বিশেষ পদ্ধতিতে চার রাকাত নামাজ পড়ার বিশেষ ফজিলতের কথাও বলে থাকেন।
ইমাম শাওকানি (রহ.)-এর জাল হাদিসবিষয়ক রচনা ‘আলফাওয়াইদুল মাজমুআতে’ রমজানের শেষ জুমার নামাজ বিষয়ে একটি বানোয়াট হাদিস উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, ‘রমজানের শেষ জুমায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করবে, তার সারা বছরের ছুটে যাওয়া নামাজের কাজা আদায় হয়ে যাবে।’ এই বর্ণনা উপস্থাপন করে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি জাল বর্ণনা।’ (আলফাওয়াইদুল মাজমুআতে: ১১৫)
বোঝা গেল, ইসলামি শরিয়তে ‘জুমাতুল বিদা’ নামে পৃথক কোনো দিবসের অস্তিত্ব নেই। কোরআন-হাদিস ও সাহাবায়ে কিরামের যুগে এই জুমার আলাদা কোনো ফজিলতের কথা পাওয়া যায় না। রমজানের শেষ জুমা হিসেবে এই আলাদা গুরুত্ব ইসলামে স্বীকৃত নয়। তবে জুমার দিন সপ্তাহের সেরা দিন। সাধারণভাবে জুমার দিনের অনেক ফজিলত ও শ্রেষ্ঠত্বের কথা কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। রমজানের জুমা হিসেবে এর গুরুত্ব আরও বেড়েছে। তবে রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে বিশেষভাবে উদ্যাপন করা ইসলাম সমর্থন করে না।
তবে বছরের অন্যান্য জুমার মতো এই জুমার শ্রেষ্ঠত্ব ইসলামে স্বীকৃত। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক বর্ণনা রয়েছে। বিখ্যাত সাহাবি আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম: ৮৫৪)
বছরের অন্যান্য জুমার মতো এই জুমার নামাজ আদায়কারীর জন্যও রয়েছে পরকালীন সাফল্য ও গুনাহ থেকে মুক্তি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শোনে, সে ব্যক্তির এই জুমা ও (আগামী) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুনাহগুলো ক্ষমা করা হবে। (মুসলিম: ৮৫৭)
তাই বছরের সব জুমার দিনই ফজিলতের দিক দিয়ে সমান। কমবেশির কথা কোরআন-হাদিসে উল্লেখ নেই। রমজানের যেকোনো শুক্রবারই রমজান মাসের কারণে এর বিশেষ গুরুত্ব রাখে। তবে রমজানের প্রথম জুমার তুলনায় শেষ জুমার ফজিলত বেশি এমন ধারণা অমূলক ও ভিত্তিহীন।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
রমজানের শেষ জুমা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। অনেকে এই জুমার নামাজের বিশেষ ফজিলতের কথা বলে থাকেন। এই দিনকে শরিয়ত নির্দেশিত ফজিলতপূর্ণ দিনগুলোর একটি বলে গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন। অনেকে এই জুমার ফজিলত পাওয়ার আশায় দলে দলে এলাকার বড় বড় মসজিদে জড়ো হয়ে থাকেন। অনেকে আবার এই দিনে বিশেষ পদ্ধতিতে চার রাকাত নামাজ পড়ার বিশেষ ফজিলতের কথাও বলে থাকেন।
ইমাম শাওকানি (রহ.)-এর জাল হাদিসবিষয়ক রচনা ‘আলফাওয়াইদুল মাজমুআতে’ রমজানের শেষ জুমার নামাজ বিষয়ে একটি বানোয়াট হাদিস উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, ‘রমজানের শেষ জুমায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করবে, তার সারা বছরের ছুটে যাওয়া নামাজের কাজা আদায় হয়ে যাবে।’ এই বর্ণনা উপস্থাপন করে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি জাল বর্ণনা।’ (আলফাওয়াইদুল মাজমুআতে: ১১৫)
বোঝা গেল, ইসলামি শরিয়তে ‘জুমাতুল বিদা’ নামে পৃথক কোনো দিবসের অস্তিত্ব নেই। কোরআন-হাদিস ও সাহাবায়ে কিরামের যুগে এই জুমার আলাদা কোনো ফজিলতের কথা পাওয়া যায় না। রমজানের শেষ জুমা হিসেবে এই আলাদা গুরুত্ব ইসলামে স্বীকৃত নয়। তবে জুমার দিন সপ্তাহের সেরা দিন। সাধারণভাবে জুমার দিনের অনেক ফজিলত ও শ্রেষ্ঠত্বের কথা কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। রমজানের জুমা হিসেবে এর গুরুত্ব আরও বেড়েছে। তবে রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে বিশেষভাবে উদ্যাপন করা ইসলাম সমর্থন করে না।
তবে বছরের অন্যান্য জুমার মতো এই জুমার শ্রেষ্ঠত্ব ইসলামে স্বীকৃত। এই দিনের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে একাধিক বর্ণনা রয়েছে। বিখ্যাত সাহাবি আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম: ৮৫৪)
বছরের অন্যান্য জুমার মতো এই জুমার নামাজ আদায়কারীর জন্যও রয়েছে পরকালীন সাফল্য ও গুনাহ থেকে মুক্তি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শোনে, সে ব্যক্তির এই জুমা ও (আগামী) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুনাহগুলো ক্ষমা করা হবে। (মুসলিম: ৮৫৭)
তাই বছরের সব জুমার দিনই ফজিলতের দিক দিয়ে সমান। কমবেশির কথা কোরআন-হাদিসে উল্লেখ নেই। রমজানের যেকোনো শুক্রবারই রমজান মাসের কারণে এর বিশেষ গুরুত্ব রাখে। তবে রমজানের প্রথম জুমার তুলনায় শেষ জুমার ফজিলত বেশি এমন ধারণা অমূলক ও ভিত্তিহীন।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
একজন মুমিনের জন্য তার জীবনকে ইসলামের নির্দেশনা মোতাবেক পরিচালিত করা এবং ইসলামে যা কিছু নিষিদ্ধ, তা ত্যাগ করা আবশ্যক। হাদিস শরিফে এটাকে উত্তম ধার্মিকতা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন...
৭ ঘণ্টা আগেআসর শব্দের অর্থ সময়। পবিত্র কোরআনে আসর নামে একটি সুরা রয়েছে। আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। মুসলিমরা দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার তৃতীয় ওয়াক্তকে আসর নামে অভিহিত করা হয়। এ ছাড়াও পবিত্র কোরআনে এটিকে সালাত আল-ওসতা বা মধ্যবর্তী নামাজ হিসেবে সম্বোধন করা হয়েছে।
১ দিন আগেজ্ঞানগর্ভ ও উপদেশে ভরা কোরআন জীবনের জন্য অপরিহার্য একটি গাইড বই। মানুষ কোথায় কখন কী করবে, কেন করবে, কীভাবে করবে—তা বলে দেওয়া হয়েছে কোরআনে। কোরআন তথা আল্লাহপ্রদত্ত আসমানি কিতাবের হিদায়াতের বাইরে কোনো সঠিক জীবনদর্শন নেই, কোনো ধর্মদর্শন নেই, কোনো মুক্তির পথ নেই। মানবজাতির সূচনালগ্নেই কথাটি জানিয়ে দেওয়া
২ দিন আগেএকজন মুমিনের কাছে রমজান বছরের শ্রেষ্ঠ মাস। মহানবী (সা.) এ পবিত্র মাসকে বেশ গুরুত্ব দিতেন। অন্যান্য কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে অধিক পরিমাণে ইবাদতে মশগুল হতেন। সাহাবিদের অভ্যাসও ছিল একই রকম। গুরুত্ব বিবেচনায় রমজানের প্রস্তুতিও শুরু হতো বেশ আগে থেকেই। রজব মাসের চাঁদ দেখার পর থেকেই মহানবী (সা.) অধীর আগ
২ দিন আগে