জীবনধারা ডেস্ক
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
ধীরে ধীরে গরম বাড়ছে। আরও বাড়বে বলে জানা গেছে। ফলে যাঁরা নিয়মিত হিজাব পরেন তাঁদের চুলে এরই মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। হিজাব পরলে চুল যেমন ধোঁয়া, ধুলোবালি ও রোদের প্রকোপ থেকে বাঁচে, তেমনি নিয়মিত যত্ন না নিলে ও ঘাম না শুকালে চুলের গোড়ায় চুলকানিসহ নানান সমস্যা দেখা দেয়। অনেকের মাথার ত্বকে দেখা দেয় খুশকি। এ ছাড়া যাঁরা হিজাব পরেন তাঁরা সাধারণত শক্ত করে চুল বেঁধে রাখেন। এতে চুল ভাঙার সমস্যাও দেখা দেয় অনেক সময়। এসব সমস্যা থেকে বাঁচতে চাই নিয়মিত যত্ন।
চুল নিয়মিত শ্যাম্পু করতে হবে
হিজাব পরার কারণে মাথার ত্বক খুব ঘামে। এই ঘাম যদি চুলের গোড়ায় বসে যায় তাহলে চুলের ক্ষতি হয়। তাই বাইরে থেকে ফিরে আগেই চুল ছেড়ে ফ্যানের বাতাসে বসতে হবে। ঘাম শুকিয়ে গেলে তারপরই চুল আবার বাঁধা উচিত। প্রতিদিন যাঁরা হিজাব পরে বের হন, তাঁরা সপ্তাহে অন্তত চার দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলের গোড়ায় অলিভ অয়েল গরম করে ম্যাসাজ করে তারপর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।
সুতির হিজাব ব্যবহার করুন
হিজাব যাঁরা পরেন, তাঁদের চুলে গরমের দিনের এক ধরনের গন্ধ হয়। এর কারণ ঘাম ও ঘাম শুকাতে না পারা। নরম সুতির হিজাব পরলে চুল ও মাথার ত্বক ভালো থাকে। সিনথেটিক হিজাব ঘাম শোষণ করতে পারে না, ফলে চুলে গন্ধ হয়।
মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করুন
মাথার ত্বকে চুলকানি হলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন টক দইয়ের সঙ্গে ডিম ভালোভাবে ফেটে সেখানে লাগিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এরপর ভালোভাবে চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে। চুলের তরতাজা ভাব ফিরে পেতে মাথার ত্বকে পাতি লেবুর রস ঘষে ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।
চুল শুকনো রাখতে হবে
গোসলের পর ভেজা চুল বেঁধে হিজাব পরা থেকে বিরত থাকতে হবে। তাতে চুল ও মাথার ত্বক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে চুল ঝরতে পারে। অন্যদিকে ভেজা ভাব ও ঘাম এক সঙ্গে মিলে মাথার ত্বকে ফাঙ্গাস সৃষ্টি করতে পারে। চুলে দুর্গন্ধও হতে পারে। তাই গোসলের পর চুল ভালো ভাবে শুকিয়ে তবেই হিজাব পরতে হবে।
নিয়মিত ট্রিম করুন
চুলের আগা নিয়মিত ছাঁটতে হবে। এতে চুল স্বাস্থ্য়োজ্জ্বল থাকবে। তিন মাস পর পর চুলের আগা ছাঁটাই করতে হবে।
হিজাব পরার আগে হালকা করে চুল বাঁধুন
চুল খুব শক্ত করে পেঁচিয়ে হেয়ারব্যান্ড লাগিয়ে হিজাব পরবেন না। চুল রুক্ষ হয়ে যাওয়া ও ভাঙার এটা বড় কারণ। কাপড় বা ইলাস্টিকের হেয়ারব্যান্ড দিয়ে চুল হালকা করে বেণি বা ঝুঁটি করে তারপর হিজাব পরুন। এই হেয়ারব্যান্ডগুলোও নিয়মিত ধুতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে।
রাতে ঘুমানোর সময়
রাতে ঘুমানোর সময় চুল হালকা করে বেঁধে ঘুমাতে হবে। চুলের ঘাম যেন পুরোপুরি শুকায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুল ছোট হলে বালিশের ওপর ছড়িয়ে ঘুমাতে পারেন। বিশেষজ্ঞরা চুল ভাঙা এড়াতে সাটিনের কাপড় দিয়ে তৈরি বালিশের কভার ব্যবহার করার পরামর্শ দেন।
সূত্র: ব্যালেন্সড বাইট ও মুসলিম গার্ল
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
২ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
২ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
২ দিন আগে