বাদল দিনে বাইরে বের হওয়ার আগে

জীবনধারা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৯: ১৯
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২: ৩০

বর্ষাকালে বাইরে বের হলে স্বাভাবিকভাবেই জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি পোশাক বেশি পরা হয়। এতে বৃষ্টির ছাঁটে ভিজে গেলেও কম সময়ে কাপড় শুকিয়ে যায়। বর্ষায় ঘরের বাইরে পা রাখতে হলে আরও কিছু প্রস্তুতি থাকা চাই। নয়ত আষাঢ়ের বৃষ্টিতেই মাটিতে হয়ে যেতে পারে পুরো দিন।

পানিরোধী মেকআপ
সাতসকালের ক্লাস হোক বা পরিপাটি হয়ে অফিসে যাওয়া, একটু প্রসাধন ছাড়া কি আর বের হওয়া যায়? কিন্তু বর্ষায় প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকা চাই। বর্ষাকালে মেকআপ যতটা কম নেওয়া যায় ততই ভালো। যদি মেকআপ নিতেই হয় তবে তা হতে হবে পানিরোধী বা ওয়াটারপ্রুফ মেকআপ। এই মেকআপের কাজই হলো ঘাম, তুমুল বৃষ্টি কিংবা মুখ ভেজালেও মেকআপ গলবে না। মেকআপের পর চেহারায় যে নিখুঁত আবরণ তৈরি হবে, তা নষ্টও হবে না। বাজারে এখন যেসব ফাউন্ডেশন, মাসকারা, কাজল, লিপস্টিক পাওয়া যায়; তার অধিকাংশই ওয়াটারপ্রুফ বা পানিরোধী। এই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন তৈলাক্ত ও শুষ্ক উভয় ত্বকের জন্য উপযোগী। এসময় মেকআপের শুরুটা প্রাইমার দিয়ে আর শেষটা হবে সেটিং স্প্রে দিয়ে।

জুতো বাছাইয়ে সতর্কতা
বর্ষাকালে চামড়ার জুতা পরলে তা কাদাপানিতে নষ্ট তো হবেই, পায়ের ত্বকেও দেখা দিতে পারে নানান সমস্যা। যাঁরা সবসময় স্নিকার্স বা অন্যান্য় কেডসধর্মী জুতা ব্যবহার করেন তারাও এসময়টায় এসব জুতা এড়িয়ে চলুন। এই ধরনের জুতার ভেতরে পানি ঢুকলে পায়ে দুর্গন্ধ হয়। দেখা দিতে পারে চর্মরোগ। এসময় পথে কাদাপানি থাকবে এটাই স্বাভাবিক। ফলে পা খোলা থাকে এমন প্লাস্টিক ও রাবারের স্যান্ডেল পরলে সহজেই পা ও জুতা ধুয়ে ফেলা যায়। সেক্ষেত্রে সামান্য় ফ্ল্যাটহিল জুতা পরলে সুবিধা হবে।

ব্যাগটা বর্ষার উপযোগী তো?
বর্ষাকালে চামড়ার ব্যাগ নিয়ে বাইরে বের না হলেই ভালো। চামড়ার ব্যাগ বৃষ্টিজলে ভিজে একেবারেই অকেজো হয়ে যেতে পারে। তাই কাপড়, রেক্সিন, সিনথেটিক ও প্লাস্টিক ব্যাগেই ভরসা রাখুন। এগুলোর ভিজলেও ক্ষতি নেই। আবার পরিষ্কার রাখাও সহজ।

এসময় জর্জেট, সিল্ক, হাফ সিল্ক, সিনথেটিক বা লিনেনের তৈরি পোশাক পরাই ভালো। মডেল: জুঁই, পোশাক: হরিতকী, মেকআপ: শোভন সাহা, ছবি: মেহেদি হাসান।ছাতা ও রেইনকোট
ছাতা না নিয়ে বৃষ্টি দিনে বাইরে বের হলেই পরতে হবে বিপত্তিতে। তবে ছাতা ফ্যাশনবেল হলেই হবে না, হতে হবে মজবুত যা ঝড়–বৃষ্টি থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। এখন শপিংমল ছাড়াও অনলাইনে ছাতা কিনতে পাওয়া যায়। যারা স্কুটি বা বাইক চালান তাদের সঙ্গে রেইনকোট অবশ্যই রাখতে হবে। ব্র্যান্ডেড ছাতা আর রেইনকোটের জন্য খোঁজ নিতে পারেন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং মল, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, রাপা প্লাজা, কর্ণফুলী গার্ডেন, গুলশানের ডিসিসি মার্কেট, ঢাকার নিউমার্কেট, ফার্মগেট, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট, মৌচাক, মতিঝিলসহ  সব জেলা শহরের ছোট-বড় মার্কেট ও সুপারমার্কেটগুলোয়। এছাড়াও এখন অনলাইনে ছাতা ও রেইনকোট কিনতে পাওয়া যায়।এ মৌসুমে কাপড়, রেক্সিন, সিনথেটিক ও প্লাস্টিক ব্যাগেই ভরসা রাখুন। মডেল: ইকরা, মেকআপ: স্পা ব্রাইডালবর্ষাকালে মেকআপ যতটা কম নেওয়া যায় ততই ভালো। মডেল: রিতু, মেকআপ: শোভন সাহাএমন ছাতা সঙ্গে রাখুন যা ফ্যাশনেবল ও মজবুত। মডেল: অনু

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত