জীবনধারা ডেস্ক
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
সম্প্রতি রোমে অনুষ্ঠিত হলো বিখ্যাত ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বুলগারির ১৪০ বছর পূর্তির বিশেষ আয়োজন। ২০ মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও। সাদা-কালো রঙের অফশোল্ডার গাউনের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন ২০০ ক্যারেট হীরার বুলগারি সারপেন্টি চোকার। মূলবান রত্নখচিত এই চোকারের দাম ছিল ৪৩ মিলিয়ন ইউএস ডলার।
বুলাগারির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে এই ছবি।
ভোগ ম্যাগাজিনের দেওয়া তথ্য অনুসারে, ২০ মে বুলগারির ১৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া সারপেন্টি ক্যাটাগরির এই চোকারটি পরেন। এতে ১৪০ ক্যারেটের সাতটি নাশপাতি কাটের হীরা বসানো রয়েছে। এ ছাড়া পুরো চোকারে আরও ছিল ৬৯৮টি বাগেত্তি কাট হীরা।
বুলগারির সর্পিল ঘরাণার চোকারটি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টা। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ছিলেন আমেরিকান অভিনেত্রী অ্যানি হাথাওয়েসহ চীন, জাপান, তাইওয়ান ও ইতালি থেকে আসা আরও অনেক তারকা।
তবে এখানেই শেষ নয়, বুলগারির জুয়েলারি যে পিসির খুব পছন্দের, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইনস্টাগ্রামে আরও একটি ছবিতে দেখা গেছে, বোল্ড ডিপ ভি নেক ড্রেসের সঙ্গে তিনি পরেছেন এই ব্র্যান্ডেরই নীলকান্তমণির গলার হার ও আংটি।
২০০০ সালে বিশ্বসুন্দরী খেতাবপ্রাপ্ত প্রিয়ঙ্কা চোপড়া মাত্র ৪২ বছর বয়সের মধ্য়েই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা হিসেবে ভূষিত হন। টাইম ম্যাগাজিন ২০১৬ সালে তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এ ছাড়া ২০১৭ সালে ফোর্বসের ১০০ জন্য শক্তিশালী নারীর তালিকায় তাঁর নাম ওঠে।
সূত্র : এমএসএন ডট কম
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে