হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রাজধানীর হোটেল হলিডে ইন এবার ভিন্ন স্বাদের শতাধিক মুখরোচক খাবার নিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। ইফতারে বুফে খাবারের ব্যবস্থা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার—সপ্তাহে এ দুই দিন থাকবে সাহ্রি খাওয়ার ব্যবস্থাও।
প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি সাত হাজার টাকায় বুফে ইফতারি পাওয়া যাবে হলিডে ইনে। আর বাকি দিনগুলোতে বুফে ইফতারি পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া চার হাজার টাকায় পাওয়া যাবে ১২৫ আইটেমের সাহ্রি। খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট, স্যুপসহ অন্যান্য ফলের আইটেম থাকবে। যোগাযোগ: ০১৩২৪৭১৭০২৫২৬।
ঢাকা রিজেন্সি
অ্যারাবিয়ান এবং দেশীয় মজার সব ইফতারি পাওয়া যাচ্ছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। এগুলোর মধ্যে আছে হুমুস, শরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালির নিয়মিত ইফতারির আইটেম। এই রেস্টুরেন্টে রমজানের আয়োজনে বুফে ইফতারির পাশাপাশি পাওয়া যাবে রাতের খাবার। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থাও আছে এখানে। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও সেই ছাড় পাওয়া যাবে রমজান মাসজুড়ে। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারিতে এখানে হালিম ও গরুর মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস, পোলাও, চিকেন ফ্রাই, দই-চিড়া-কলা, বুট-মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটারে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। ৫ বছর বয়সী শিশুদের ইফতারি ফ্রি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের অর্ধেক এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের পুরো খরচ দিতে হবে। সর্বনিম্ন ৮ জন ও সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৭৮৬২১৩৩২।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
রাজধানীর হোটেল হলিডে ইন এবার ভিন্ন স্বাদের শতাধিক মুখরোচক খাবার নিয়ে ইফতারির পসরা সাজিয়েছে। ইফতারে বুফে খাবারের ব্যবস্থা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার—সপ্তাহে এ দুই দিন থাকবে সাহ্রি খাওয়ার ব্যবস্থাও।
প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার জনপ্রতি সাত হাজার টাকায় বুফে ইফতারি পাওয়া যাবে হলিডে ইনে। আর বাকি দিনগুলোতে বুফে ইফতারি পাওয়া যাবে ৬ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া চার হাজার টাকায় পাওয়া যাবে ১২৫ আইটেমের সাহ্রি। খাসির হালিম, মুরগির হালিম, গরুর নেহারি, বিভিন্ন ধরনের কাবাব, আফগানি মুরগির টাংরি কাবাব, খাসির ওজি রাইস, খাসির মোগলাই আকবরি, বিভিন্ন মিষ্টিজাতীয় ডেজার্ট, স্যুপসহ অন্যান্য ফলের আইটেম থাকবে। যোগাযোগ: ০১৩২৪৭১৭০২৫২৬।
ঢাকা রিজেন্সি
অ্যারাবিয়ান এবং দেশীয় মজার সব ইফতারি পাওয়া যাচ্ছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টে। এগুলোর মধ্যে আছে হুমুস, শরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালির নিয়মিত ইফতারির আইটেম। এই রেস্টুরেন্টে রমজানের আয়োজনে বুফে ইফতারির পাশাপাশি পাওয়া যাবে রাতের খাবার। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থাও আছে এখানে। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও সেই ছাড় পাওয়া যাবে রমজান মাসজুড়ে। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
শীলবাড়ির হেঁশেল
ঢাকা-মাওয়া হাইওয়ের শীলবাড়ির হেঁশেল ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারিতে এখানে হালিম ও গরুর মাংস দিয়ে ছিটা রুটি, হাঁসের মাংস, পোলাও, চিকেন ফ্রাই, দই-চিড়া-কলা, বুট-মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, পাটিসাপটা পিঠাসহ বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এই প্ল্যাটারে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। ৫ বছর বয়সী শিশুদের ইফতারি ফ্রি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের অর্ধেক এবং ১০ বছরের বেশি বয়সী শিশুদের পুরো খরচ দিতে হবে। সর্বনিম্ন ৮ জন ও সর্বোচ্চ ৫০ জনের দলের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। যোগাযোগ: ০১৭৭৮৬২১৩৩২।
মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক বিমান। স্বচ্ছ আকাশে সাদা মেঘের ভেলা ভেদ করে সেগুলো যাচ্ছে অজানা গন্তব্যে। এটি আন্তর্জাতিক বিমান চলাচলের রুট।
১ ঘণ্টা আগেথাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক
২ ঘণ্টা আগে২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
২ ঘণ্টা আগেব্যক্তিভেদে এ সময় শরীরে ভিন্ন ভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেগুলো থেকে রক্ষা পেতে তাই ভ্রমণে যাওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি।
২ ঘণ্টা আগে