জীবনধারা ডেস্ক
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
গত ২৬ অক্টোবর রাজধানীর গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৬ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। তাঁদের মধ্য়ে আটজন নারী ও আটজন পুরুষ।
মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজনে পুরুষ মডেলদের মধ্য থেকে মিস্টার সেলেব্রিটি বাংলাদেশ নির্বাচিত হন রাজিউল ইসলাম স্বাধীন। অন্যদিকে মিস সেলেব্রিটি বাংলাদেশ হয়েছেন সারজিয়া তাবাসসুম প্রমা। রাজিউল ইসলাম স্বাধীন ও সারজিয়া তাবাসসুম প্রমা আগামী বছর ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি পেজেন্ট’ মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্বদরবারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, প্রতিযোগীরা দেশের সীমানা পেরিয়ে নিজেদের যোগ্যতাকে আরও বিকশিত করার সুযোগ পান। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী আজরা মাহমুদ বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকে এই আয়োজন।’
এ বছর ‘মিস অ্যান্ড মিস্টার সেলেব্রিটি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলোর হাল ফ্যাশনের কনটেন্ট কনসালটেন্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েঞ্জার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে