দিতি আহমেদ
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে