জীবনধারা ডেস্ক
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
চলতি বছর মুক্তি পেয়েছে কৃতি স্যানন ও শহীদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের ‘আঁখিয়া গুলাব’ গানটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছে। গানটি যে কেবল দর্শক জনপ্রিয়তা পেয়েছে তা নয়, খোদ কৃতি স্যাননেরও মনে ধরেছে বেশ। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে ‘আঁখিয়া গুলাব’ ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি আপলোড করেছেন। বলাই বাহুল্য, ছবিগুলোতে তাঁর পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছোঁয়া রয়েছে।
সম্প্রতি ইনস্টাতে হট পিংক রঙের শাড়ি পরা ৫টি ছবি আপলোড করেছেন কৃতি স্যানন। জর্জেট শাড়ির পাড়ে একই রঙের জড়িওয়ালা লেইস বসানো। ড্রেপিং স্টাইলে পরা শাড়ির সঙ্গে ছিল কনটেমপোরারি ঘরানার ম্যাচিং ব্লাউজ। স্মোকি আই মেকআপ ও স্টেটমেন্ট জুয়েলারির মিশেলে নিজেকে যেন ভারতীয় বার্বি লুকে নিয়ে এসেছিলেন সবার সামনে। এই ছবিগুলোর ক্যাপশনেই তিনি লিখেছেন, ‘আঁখিয়া গুলাবকে খুব সিরিয়াসলি নিচ্ছি!’
‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাটি মুক্তির আগে কৃতি আরও কিছু ছবি আপলোড করেছিলেন। ধবধবে সাদা বডিকন ও হাঁটু পর্যন্ত তোলা বুট পরা এই ছবিগুলোয় তাঁর মেকআপে গোলাপি আভা চোখে পড়ে।
গোলাপি আইশ্যাডো বোলানো চোখের পাতা বন্ধ করা একটি ছবি দেখে নির্ঘাত এই গানটির কথাই মনে পড়বে যে কারও। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন ওই একই কথা, ‘আঁখিয়া গুলাব’।
এ ছাড়া ইদানীং কৃতি স্যাননের পোশাক ও মেকআপে গোলাপি রঙের ছিটেফোঁটা দেখা যাচ্ছেই।
এ রঙের ফুলেল ছোপওয়ালা হালকা জলপাইরঙা পোশাক পরা কিছু ছবি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ছবিতেও তাঁর মেকআপে ছিল গোলাপি রঙের আইশ্যাডো, ব্লাশন ও লিপস্টিক।
টপ টু বটম ‘আঁখিয়া গুলাব’।
কৃতির এই গোলাপি প্রীতি হয়তো আরও কিছুদিন চলবে।
সূত্র ও ছবি: ইনস্টাগ্রাম
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে