নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
সঠিক যত্নআত্তি ও সংরক্ষণের অভাবে ফুলদানিতে সাজিয়ে রাখা ফুলগুলো প্রাণহীন হয়ে ঝরে পড়ে। ফুল একটু বেশি সময় তাজা রাখতে দেখে নিতে পারেন টিপসগুলো।
ফুলদানিতে রাখার আগে ফুলের ডাঁটা আড়াআড়িভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
তিন-চার দিন পরপর ফুলদানির পানি পাল্টাতে হবে। পানি পাল্টানোর সময় ১ কাপ হাইড্রো পার-অক্সাইড মেশান।ফুলদানিতে ফুল সাজানোর আগে বাড়তি পাতা ছাড়িয়ে নিতে হবে।
ফুলদানির সৌন্দর্য বজায় রাখতে হলে প্রতিদিনই শুকনা বা মরা ফুলগুলো সরিয়ে ফেলতে হবে। পানিতে ডুবে থাকা পচন ধরা অংশ কেটে ফেলতে হবে।
স্প্রে বোতলের সাহায্যে ফুলের পাতার ওপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে হবে।ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে অনেক দিন ফুল সতেজ থাকবে।
ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।
ফুলদানিতে কপার কয়েন বা চারকোল টুকরা রাখতে পারেন। এতে ফুল বেশি দিন সতেজ থাকবে। কিংবা ফুলদানির পানিতে ১ চামচ গ্লুকোজ মিশিয়ে তারপর ফুল ডোবালেও তাজা থাকবে বেশ কিছুদিন।
সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি না রাখাই ভালো।
ফুলদানির পানির মধ্যে লিকুইড ক্লোরিন ব্লিচ মিশিয়ে দিন। বেশি দিন তাজা থাকার সঙ্গে সঙ্গে ফুলের রংও উজ্জ্বল থাকবে।
ফুল কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে