ফারিয়া রহমান খান
এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য
এবারের মেট গালার সবুজ ও সাদা কার্পেটে উপস্থিত ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা জেন্ডায়া। নীল ও বটলগ্রিন রঙের ওয়ান শোল্ডার গাউনে কার্ভ হয়ে দাঁড়িয়ে সবার কেড়েছেন এই তারকা। চেহারায় জাদুকরী লুক আনতে গাঢ় শেডগুলোতেই ভরসা করেছিলেন, তা তো বোঝাই যাচ্ছে।২০১৩ সাল থেকেই চমৎকার সব লুকে মেট গালায় ধরা দেন কিম কার্দাশিয়ান। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার তাঁর পরনে ছিল জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউন। ফ্যাকাশে ধূসর রঙের করসেট টপের সঙ্গে ধূসর রঙের ফুলের নকশা করা গাউনে ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশ সাড়া ফেলেছেন তিনি।
ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের আইকনিক সিঁড়িতে প্রথম পা রাখেন। তবে এই প্রথমবার এলেন তিনি শাড়িতে।
এবারের মেট থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতেই যেন কেন্ডেল জেনার উপস্থিত হয়েছিলেন। তাঁর পরিহিত পোশাকটি ১৯৯৯ সালে গিভেঙ্কির নকশা করা প্রথমবারের মতো কেউ গায়ে তুলেছেন। এর আগে পোশাকটি শুধু ম্যানিকুইনেই পরানো হয়েছিল।
কাইলি জেনার ফ্যাকাশে গোলাপি অফ শোল্ডার পোশাকে চমৎকার ফ্যাশনেবল লুকে মেট-এ হাজির হয়েছিলেন। ন্য়ুড মেকআপ আর হাইহিলে সম্পন্ন হয়েছিল তাঁর পুরো সাজ।
এবারে একটি সাদা অফ শোল্ডার করসেট পোশাকে হাজির হন জিজি হাদিদ। কালো ট্রিম করা সাদা পোশাকে থ্রিডি হলুদ গোলাপ ফুলের পোশাকটিতে তাঁকে বার্বি পুতুলের মতোই লাগছিল।
আরিয়ানা গ্রান্ডে একটি স্ট্র্যাপলেস ফ্লোর টাচ গাউনে হাজির হয়েছিলেন। মুক্তার তৈরি করসেট ও ঘন কুঁচি দেওয়া সাদা গাউনে তাঁকে অপূর্ব লাগছিল।
মেঝে পর্যন্ত লুটিয়ে থাকা সোনালি ফুলের কারুকার্য করা গাউনে অসাধারণ লুকে উপস্থিত হয়েছিলেন স্টাইল আইকন জেনিফার লোপেজ।
ডুয়া লিপা সবার নজর কেড়েছেন মার্ক জেকব অনুপ্রাণিত লেস ও পালকের তৈরি একটি পোশাকে।
পামেলা অ্যান্ডারসনের প্রভাব যে চিরন্তন, তা তিনি আরও একবার প্রমাণ করেন এবারের মেট গালায়। ন্যুড রঙের ঘের সমৃদ্ধ গাউন, মাথায় পালকের ব্যান্ড ও হীরার অলংকারে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন।
সূত্র ও ছবি: ভোগ, টাইম ম্যাগাজিন ও অন্যান্য
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে