লাইফস্টাইল ডেস্ক
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে