মেরিলিন মনরোর মেকআপ ট্রিকস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ১৬: ৩৮
Thumbnail image

লাস্যময়ী এই হলিউড তারকা মেরিলিন মনরোর (জন্ম: ১ জুন ১৯২৬; মৃত্যু: ৪ আগস্ট ১৯৬২) রূপরহস্য জানতে চাননি, এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। ত্বকের যত্ন ও মেকআপ হিসেবে কী কী তিনি ব্যবহার করতেন বা তাঁর হ্যান্ডব্যাগে কোন ধরনের সৌন্দর্য উপকরণ থাকত, তা জানতে প্রতিদিন কম মানুষ গুগল করেন না!

হলিউড হার্টথ্রব মেরিলিন মনরো মুখের অতিরিক্ত তেল অপসারণের জন্য এবং লোমকূপ ছোট রাখতে দিনে বেশ কয়েকবার কুসুম গরম পানি ও ক্লিনজিং বার দিয়ে মুখ ধুতেন। এরপর চোখের চারপাশ বাকি রেখে আলতো হাতে তিনি অল্প পরিমাণে এনার্জাইজার ক্রিম লাগাতেন। সবশেষে লুজ ফেস পাউডার লাগিয়ে ময়শ্চার লুক করতেন তিনি। পাশাপাশি পেতেন ম্যাট লুক।

 নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রোজ সকালে মেরিলিন মনরো ত্বকে ভ্যাসলিন ম্যাসাজ করে তিন ঘণ্টা ধরে হট বাথ নিতেন। তাঁর প্রেসক্রিপশন অনুযায়ী, তিনি কোনো ধরনের বাদাম, চকলেট, জলপাই, ওয়েস্টার ও লবণ খেতেন না। এগুলো ত্বককে পানিশূন্য ও চোখের নিচে ফোলাভাব তৈরি করে।

ব্যক্তিগত মেকআপশিল্পী হোয়াইটি স্নাইডার মেরিলিনের ঠোঁট রাঙাতে একেবারেই ভিন্ন কৌশল অবলম্বন করতেন, যা ছিল সময়সাপেক্ষ। ঠোঁটের ভলিউম দেখাতে তিনি মনরোর ঠোঁটে একই রঙের লিপস্টিকের কয়েকটি শেড ব্যবহার করতেন। বিশেষ নজর দিতেন লাল লিপস্টিকেই।

ঠোঁট এঁকে নেওয়ার পর কোনা থেকে লিপস্টিকের গাঢ় শেড, মাঝখানে হালকা শেড ও সবশেষে হাইলাইটার ব্যবহার করতেন স্নাইডার।

সূত্র: মেরি ক্লেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত