একই অক্ষরে লেখ চার নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৮: ০০

ইরা আর ইমন। উফ্‌, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।

সেদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে এসে বললেন, ইরা-ইমন এসো, আমরা এখন মজার একটা খেলা খেলব। দুই ভাইবোনই বলল, কী খেলা? মা বললেন, বাবাকে নিয়ে এসো ও ঘর থেকে। চারটা খাতা আর কলমও আনবে। এবার বসার ঘরের মেঝেতে মা, বাবা, ইরা আর ইমন বসল। মা বললেন, সবাই স্কেল দিয়ে এক ইঞ্চি জায়গা বাদে বাদে চারটা দাগ কাটো। সবাই তা-ই করল।

বাবা বললেন, চারটা দাগ কেটে যে ঘরগুলো হলো, সেগুলোর ওপরে লেখ নাম, দেশ, ফুল, ফল। লেখা হলে মা বললেন, এখন আমি একটা অক্ষর বলব, সবাই সেই অক্ষর দিয়ে একটা নাম, একটা দেশের নাম, ফল ও ফুলের নাম লিখবে, কেমন? ইরা বলল, মা, আমি আগে অক্ষর বলব! মা হেসে বললেন, আচ্ছা। ইরা বলল, ই। সবাই ঠিকঠাক লিখলেও বাবা আর ইমন একই দেশের নাম লিখে ফেলল, ইন্দোনেশিয়া।

মা বললেন, উঁহু, একই দেশের নাম যদি একের বেশি কেউ লিখে ফেলে, তাহলে পয়েন্ট কাটা যাবে। আর যদি আলাদাভাবে সবকিছুর নাম লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়া যাবে। ইমন বলল, এই খেলা খেললে কী হয় মা? মা বললেন, এতে করে অনেক দেশ, ফুল ও ফলের নাম তোমরা জানবে। বাড়বে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধিও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত