সুন্দর থাকুক ত্বক

সানজিদা সামরিন
আপডেট : ১২ জুলাই ২০২১, ১২: ৫৫
Thumbnail image

‘চন্দ্রবিন্দু’ বেশ মজা করেই গেয়েছে এ গান। ঘরোয়া উপকরণে ত্বকের যত্ন নেওয়ার এমন বয়ান কে দিয়েছে কবে! গরম ও ঠান্ডা একই সঙ্গে এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হলে ত্বকের বিশেষ যত্ন নিতেই হবে বর্ষাকালে। ঘরে বসে সহজ উপায়ে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে তার পথ বাতলে দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও বিউটি কনসালট্যান্ট শারমিন কচি। 

•    ত্বক যদি সঠিক নিয়মে পরিষ্কার করা যায়, তাহলে ৫০ শতাংশ সমস্যা কমে যায়। সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে ‌অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। 
•    ত্বক গভীরভাবে পরিষ্কার করতে বাসায় বসে ফেসিয়াল করা যেতে পারে। এ ক্ষেত্রে পাঁচ মিনিট মুখ পরিষ্কার করে, পাঁচ মিনিট স্ক্র্যাব এবং পাঁচ মিনিট ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হবে। পরের ধাপে গরম পানির ভাপ নিতে হবে। ভাপ নিলে নাক ও চিবুকের ওপর থাকা শাল বেরিয়ে আসবে। এরপর ব্রণ স্টিক দিয়ে জমে থাকা শাল টেনে টেনে পরিষ্কার করে নিতে হবে। ব্রণ স্টিক না থাকলে কালো ক্লিপের পেছনের অংশ দিয়ে নিরাপদে শাল বের করা যায়। এরপর মুখটা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বরফ লাগাতে হবে। গরম পানির ভাপ নেওয়ার ফলে আমাদের রোমকূপ খুলে যায়। ফলে এই রোমকূপ বন্ধ না করলে তাতে ময়লা প্রবেশ করে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। তাই বরফ ঘষে রোমকূপ বন্ধ করে দিতে হবে। 
•    এরপর ত্বকের উপযোগী ঘরোয়া প্যাক লাগাতে হবে। 

ত্বক যদি সঠিক নিয়মে পরিষ্কার করা যায়, তাহলে অর্ধেক সমস্যা কমে যায়। মডেল কাশফিয়া রহমান, মেকআপ: সুপ্রিয়া দেবনাথঘরোয়া প্যাক

•    বেসন সবার বাড়িতেই থাকে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান।    হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাঁপটায় ধুয়ে ফেলুন। 
•    ঘরে মুলতানি মাটি থাকলে তা গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। 
•    মসুর ডালবাটার সঙ্গে মধু ও দুধের সর মিশিয়েও মুখে লাগানো যায়। এই প্যাক ত্বকের ময়লা কাটানোর পাশাপাশি ত্বক পেলব রাখতে সহায়তা করবে। 
•    একটি পাত্রে এক চা–চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল করবে। বাড়বে ত্বকের জেল্লাও। 
•    এভাবে সপ্তাহে এক বা দুই দিন প্যাক লাগালে ত্বক ভালো থাকবে।

অনুলিখন: সানজিদা সামরিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত