নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!
পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।
আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!
পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।
আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে