Ajker Patrika

ডাইনোসরের রাজ্যে চলো

রিক্তা রিচি, ঢাকা
ডাইনোসরের রাজ্যে চলো

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–

ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।

ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?

ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।

ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।

ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।

এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ