অলকানন্দা রায়
আসছে শীত। শীতে ত্বকের মত চুলও রুক্ষ শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে পড়ে। আর তাই শীতের শুরু থেকেই প্রয়োজন চুল ও মাথার ত্বকের প্রয়োজনীয় যত্নআত্তি।
শীতের ঠান্ডায় স্নান ও শ্যাম্পু করা একটা যুদ্ধের মতো বিষয় বলা চলে। তাই বলে এই যুদ্ধে ক্ষান্ত দিলে চলবে না। নিয়মিত চুল শ্যাম্পু করতে হবে-তা সে যতই ঠান্ডা লাগুক। প্রয়োজনে কুসুম গরম পানিতে শ্যাম্পু করতে হবে। না হলে চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হতে পারে, চুল ঝরে যেতে পারে এমনকি হতে পারে ত্বকের নানা রকম সমস্যাও। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে গরম পানিতে চুল ধুতে হলেও সতর্ক থাকতে হবে। পানি যেন অত্যধিক গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা অতি গরম পানিও চুলের জন্য ক্ষতিকর। আবার প্রয়োজনের তুললায় বেশি শ্যাম্পু করলেও চুলের প্রাকৃতিক তেল হারিয়ে গিয়ে চুল হয়ে উঠবে রুক্ষ। এতসব বিবেচনায় রেখেই শীতের সময় নিতে হবে চুলের যত্ন। যা করবেন,
তেলে চুল তাজা
কথায় আছে তেলে চুল তাজা। তাই সারা বছরের তুলনায় শীতের সময় চুলে তেল দেয়াটা ভীষণ জরুরি। চুলে তেল দেবার আগে তেলটা সামান্য গরম করে আঙুলের ডগায় তেল নিয়ে মাথার ত্বকে মালিশ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকের গভীরে পুষ্টি পৌঁছায়।
তেল দেয়া হয়ে গেলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথাসহ সমস্ত চুলে জড়িয়ে রাখতে হবে পনেরা বিশ মিনিট। তারপর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলতে হবে।
তেলের সঙ্গে ভিটামিন ই ক্যপসুল ব্যবহার করুন
চুলের যত্নে তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সারারাত লাখতে পারলে ভালো। কিন্তু যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে বা সময় নেই, তারা চাইলে কমপক্ষে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
হারবাল প্যাক ব্যবহার করুন
চুল রেশমের মতো রাখতে একটি পাকা কলা, একটি পেঁয়াজের রস ও এক টেবিল চামচ মধু একসঙ্গে ভালো করে চটকে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চুলের গোড়া এবং সমস্ত চুলে লাগিয়ে নিতে হবে। এভাবে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করতে হবে। এতে চুল নরম এবং কোমল হয়ে উঠবে।
চুল খুশকি মুক্ত থাকুন
আমলকির গুঁড়ো, মেথি, হেনা এবং মধুর একটি মিশ্রণ তৈরি করে সমস্ত চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকির প্রকোপ কমবে। এ ছাড়া শ্যাম্পু করার আগে তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগালেও খুশকি কমে যাবে। আদার রসের সঙ্গে ভিনেগার মিশিয়ে চুলে লাগালে চুল ঝলমলে হবে এবং আদার মধ্যে থাকা বেটা-সিটোস্টেরল খুশকি এবং অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন থেকে চুলকে রক্ষা করবে।
আসছে শীত। শীতে ত্বকের মত চুলও রুক্ষ শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে পড়ে। আর তাই শীতের শুরু থেকেই প্রয়োজন চুল ও মাথার ত্বকের প্রয়োজনীয় যত্নআত্তি।
শীতের ঠান্ডায় স্নান ও শ্যাম্পু করা একটা যুদ্ধের মতো বিষয় বলা চলে। তাই বলে এই যুদ্ধে ক্ষান্ত দিলে চলবে না। নিয়মিত চুল শ্যাম্পু করতে হবে-তা সে যতই ঠান্ডা লাগুক। প্রয়োজনে কুসুম গরম পানিতে শ্যাম্পু করতে হবে। না হলে চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হতে পারে, চুল ঝরে যেতে পারে এমনকি হতে পারে ত্বকের নানা রকম সমস্যাও। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে গরম পানিতে চুল ধুতে হলেও সতর্ক থাকতে হবে। পানি যেন অত্যধিক গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা অতি গরম পানিও চুলের জন্য ক্ষতিকর। আবার প্রয়োজনের তুললায় বেশি শ্যাম্পু করলেও চুলের প্রাকৃতিক তেল হারিয়ে গিয়ে চুল হয়ে উঠবে রুক্ষ। এতসব বিবেচনায় রেখেই শীতের সময় নিতে হবে চুলের যত্ন। যা করবেন,
তেলে চুল তাজা
কথায় আছে তেলে চুল তাজা। তাই সারা বছরের তুলনায় শীতের সময় চুলে তেল দেয়াটা ভীষণ জরুরি। চুলে তেল দেবার আগে তেলটা সামান্য গরম করে আঙুলের ডগায় তেল নিয়ে মাথার ত্বকে মালিশ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকের গভীরে পুষ্টি পৌঁছায়।
তেল দেয়া হয়ে গেলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথাসহ সমস্ত চুলে জড়িয়ে রাখতে হবে পনেরা বিশ মিনিট। তারপর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলতে হবে।
তেলের সঙ্গে ভিটামিন ই ক্যপসুল ব্যবহার করুন
চুলের যত্নে তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সারারাত লাখতে পারলে ভালো। কিন্তু যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে বা সময় নেই, তারা চাইলে কমপক্ষে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
হারবাল প্যাক ব্যবহার করুন
চুল রেশমের মতো রাখতে একটি পাকা কলা, একটি পেঁয়াজের রস ও এক টেবিল চামচ মধু একসঙ্গে ভালো করে চটকে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চুলের গোড়া এবং সমস্ত চুলে লাগিয়ে নিতে হবে। এভাবে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করতে হবে। এতে চুল নরম এবং কোমল হয়ে উঠবে।
চুল খুশকি মুক্ত থাকুন
আমলকির গুঁড়ো, মেথি, হেনা এবং মধুর একটি মিশ্রণ তৈরি করে সমস্ত চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকির প্রকোপ কমবে। এ ছাড়া শ্যাম্পু করার আগে তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগালেও খুশকি কমে যাবে। আদার রসের সঙ্গে ভিনেগার মিশিয়ে চুলে লাগালে চুল ঝলমলে হবে এবং আদার মধ্যে থাকা বেটা-সিটোস্টেরল খুশকি এবং অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন থেকে চুলকে রক্ষা করবে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে