নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোখের সৌন্দর্য ও মায়া বাড়িয়ে তোলে কাজল। তবে বাজারের সব কোম্পানির কাজলই যে ভালো, সেটা বলা যাবে না। কাজলে কাজলে রয়েছে বিস্তর ফারাক।
লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক
কালো কাজলে যদি চোখ রাঙাতে চান, তাহলে বেছে নিতে পারেন ‘লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক’। এটি ফ্রান্সের লরিয়াল ব্র্যান্ডের। এই কাজল তৈরিতে ব্যবহার করা হয় কোকোয়া বাটার, এস্টারস, অলিভ অয়েল ও ভিটামিন ডি। এই কাজল মাখনের মতো মসৃণ। এক টানেই চোখে দারুণভাবে বসে যায়। যাঁরা সারা দিন বাইরে থাকেন, দীর্ঘ সময় কাজল ঠিক রাখতে চান, তাঁরা লরিয়ালের এই কাজলটি কিনতে পারেন। কারণ, এটি দীর্ঘ সময় অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত চোখে থাকে। লেপ্টে যাওয়ার ভয় থাকে না।
ল্যাকমি আইকনিক কাজল
স্টাইলিশ ও সুন্দর লুক পাওয়ার জন্য বেছে নিতে পারেন ল্যাকমি আইকনিক কাজল। এটি খুব নিখুঁতভাবে চোখে লেগে থাকবে। আপনার চোখের মায়া বাড়িয়ে সাহসী লুক দেবে এই কাজল। কাজলটি ম্যাট ফিনিশিং দেবে। ১০ ঘণ্টার মতো আপনাকে রাখবে সুরক্ষিত।
লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল
যে কাজলগুলো অধিক সময় চোখ সুরক্ষা দেয়, সেগুলোর মধ্যে লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল অন্যতম। কাজলটি দ্রুতই ক্রিমি ভাব এনে দেয়। তবে চোখের চারপাশে ছড়ায় না। ১২ ঘণ্টা পর্যন্ত চোখের সৌন্দর্য ধরে রাখে। কাজলটি আপনার চোখে রহস্যময় ভাব ফুটিয়ে তুলবে। লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজলের মূল্য ৩৪৫ রুপি।
ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার
‘ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার’টি ব্যবহার করা খুব সহজ। এটি সহজেই যেকোনো ত্বকের সঙ্গে মানিয়ে যায়। কাজলটি খুব মসৃণ। কাজল দিয়ে যাঁরা লাইনারের কাজও করতে চান, তাঁরা ম্যাকের এই কাজলটি কিনতে পারেন। পানি প্রতিরোধী এ কাজলটি ১২ ঘণ্টা পর্যন্ত চোখকে সুরক্ষা দেবে। কাজলটি অমসৃণ নয়। ভারতীয় মুদ্রায় এই কাজলটি কিনতে গুনতে হবে ৯৯০ রুপি।
ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল
চোখে কাজলের সুবর্ণরেখা টানতে যাঁরা ভালো একটি কাজল খুঁজছেন, তাঁরা বেছে নিতে পারেন ‘ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল’। কাজলটির টেক্সচার খুব ক্রিমি। এ কাজলটি আপনাকে স্মোকি লুক আনতে সহায়তা করবে। যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা এই কাজল ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার বিরক্তির কারণ হবে না। তবে কাজলটি আপনাকে ১০-১২ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেবে না। ৬-৭ ঘণ্টা পর্যন্ত অনায়াসে থাকবে।
সূত্র: স্কুপহুপ
চোখের সৌন্দর্য ও মায়া বাড়িয়ে তোলে কাজল। তবে বাজারের সব কোম্পানির কাজলই যে ভালো, সেটা বলা যাবে না। কাজলে কাজলে রয়েছে বিস্তর ফারাক।
লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক
কালো কাজলে যদি চোখ রাঙাতে চান, তাহলে বেছে নিতে পারেন ‘লরিয়াল প্যারিস কাজল ম্যাজিক’। এটি ফ্রান্সের লরিয়াল ব্র্যান্ডের। এই কাজল তৈরিতে ব্যবহার করা হয় কোকোয়া বাটার, এস্টারস, অলিভ অয়েল ও ভিটামিন ডি। এই কাজল মাখনের মতো মসৃণ। এক টানেই চোখে দারুণভাবে বসে যায়। যাঁরা সারা দিন বাইরে থাকেন, দীর্ঘ সময় কাজল ঠিক রাখতে চান, তাঁরা লরিয়ালের এই কাজলটি কিনতে পারেন। কারণ, এটি দীর্ঘ সময় অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত চোখে থাকে। লেপ্টে যাওয়ার ভয় থাকে না।
ল্যাকমি আইকনিক কাজল
স্টাইলিশ ও সুন্দর লুক পাওয়ার জন্য বেছে নিতে পারেন ল্যাকমি আইকনিক কাজল। এটি খুব নিখুঁতভাবে চোখে লেগে থাকবে। আপনার চোখের মায়া বাড়িয়ে সাহসী লুক দেবে এই কাজল। কাজলটি ম্যাট ফিনিশিং দেবে। ১০ ঘণ্টার মতো আপনাকে রাখবে সুরক্ষিত।
লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল
যে কাজলগুলো অধিক সময় চোখ সুরক্ষা দেয়, সেগুলোর মধ্যে লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজল অন্যতম। কাজলটি দ্রুতই ক্রিমি ভাব এনে দেয়। তবে চোখের চারপাশে ছড়ায় না। ১২ ঘণ্টা পর্যন্ত চোখের সৌন্দর্য ধরে রাখে। কাজলটি আপনার চোখে রহস্যময় ভাব ফুটিয়ে তুলবে। লোটাস হারবাল ইকোস্টে ক্রিমি কোল ইনটেন্স কাজলের মূল্য ৩৪৫ রুপি।
ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার
‘ম্যাক মডার্ন টুইস্ট কাজল লাইনার’টি ব্যবহার করা খুব সহজ। এটি সহজেই যেকোনো ত্বকের সঙ্গে মানিয়ে যায়। কাজলটি খুব মসৃণ। কাজল দিয়ে যাঁরা লাইনারের কাজও করতে চান, তাঁরা ম্যাকের এই কাজলটি কিনতে পারেন। পানি প্রতিরোধী এ কাজলটি ১২ ঘণ্টা পর্যন্ত চোখকে সুরক্ষা দেবে। কাজলটি অমসৃণ নয়। ভারতীয় মুদ্রায় এই কাজলটি কিনতে গুনতে হবে ৯৯০ রুপি।
ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল
চোখে কাজলের সুবর্ণরেখা টানতে যাঁরা ভালো একটি কাজল খুঁজছেন, তাঁরা বেছে নিতে পারেন ‘ফেসেস আল্টিমেট প্রো ইনটেন্স জেল কাজল’। কাজলটির টেক্সচার খুব ক্রিমি। এ কাজলটি আপনাকে স্মোকি লুক আনতে সহায়তা করবে। যাঁদের ত্বক খুব সেনসিটিভ, তাঁরা এই কাজল ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার বিরক্তির কারণ হবে না। তবে কাজলটি আপনাকে ১০-১২ ঘণ্টা পর্যন্ত সুরক্ষা দেবে না। ৬-৭ ঘণ্টা পর্যন্ত অনায়াসে থাকবে।
সূত্র: স্কুপহুপ
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
৭ ঘণ্টা আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
৭ ঘণ্টা আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
৭ ঘণ্টা আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
৭ ঘণ্টা আগে