ফিচার ডেস্ক
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
প্রিয়জনকে খুশি করবেন এবং তাঁর মনে গভীর প্রভাব ফেলবেন—এমন উপহারের কথা চিন্তা করলে সাধারণত বড়, দৃশ্যমান জিনিসগুলোই মনে আসে। যেমন—ফুল, তাঁর প্রিয় জিনিস বা নিয়মিত ব্যবহারের জিনিস, এমনকি স্থূল ইঙ্গিত বা ভাববিনিময়ও হতে পারে। ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে উপহারের ভূমিকা প্রশ্নাতীত।
১২ ঘণ্টা আগেচাদর নিয়ে এমন কাব্যকথার কমতি নেই আমাদের। বর্ণিল একখণ্ড উষ্ণতা যেন। শীত এলেই এর জমিনে ফুটে ওঠে হরেক রং, হরেক রেখা। আমাদের ফ্যাশনে চাদর এক দারুণ সিগনেচার তৈরি করেছে। এতটা ব্যঞ্জনা হয়তো অন্য কোনো পোশাক তৈরি করতে পারেনি। চাদর গায়ে দিলেই পুরুষ হয়ে ওঠে কবি কিংবা উপন্যাসের রোমান্টিক কোনো চরিত্র...
১৮ ঘণ্টা আগেচা কিংবা কফি পানের পাত্র হিসেবে এখন সিরামিকের কাপের পরিচয় সীমাবদ্ধ নেই। আকর্ষণীয় নকশা আর রঙের এই কাপ বা মগগুলোকে এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে খানিক হলেও বদলে যাচ্ছে বাসাবাড়ির চেহারা। ঘর সাজানো থেকে শুরু করে নানান সৃজনশীল কাজের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো। ফলে নান্দনিক হয়ে...
১৮ ঘণ্টা আগেশীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়। সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে..
১৮ ঘণ্টা আগে