আজ লিপস্টিকের দিন

শারমিন কচি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৭: ৫৯
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৩: ৩০

ইরাকি বংশোদ্ভূত আমেরিকান মেকআপশিল্পী ও হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে লিপস্টিক দিবসের প্রচলন হয়। দিনটি ছিল ২৯ জুলাই। সেই সূত্রে আজ লিপস্টিক দিবস, লিপস্টিকের দিন। বিশ্বজুড়ে ৫০ থেকে ৫৫ শতাংশ নারী নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন—এটিই এর শক্তির জায়গা।

এখানেই শেষ নয়, দিনের রঙের সঙ্গে বদলায় ঠোঁটের রংও। দিনের বেলা হালকা আর রাতের অনুষ্ঠানে জমকালো সাজে গাঢ় শেডের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বের হওয়াটাই যেন এখনকার ফ্যাশন ট্রেন্ড।

তবে বর্তমানে লিপস্টিকের ধরন ও ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আগে এর হালকা রংগুলো প্রায় একই রকমের ছিল। নব্বইয়ের দশকেও দিনের বেলায় লিপস্টিক লাগানোর জন্য ঠোঁটের আউটলাইন করতে হালকা রঙের পেনসিল ব্যবহার করা হতো। এর সঙ্গে মানানসই লিপস্টিক অল্প করে দিয়ে আঙুল চেপে চেপে পুরো ঠোঁটে লাগিয়ে নেওয়া হতো। এখন আর সে দিন নেই।

কয়েক বছর আগেও ন্যুড লিপস্টিকের দাপট ছিল। ন্য়ুড বলতে ত্বকের প্রাকৃতিক পাঁচ রঙের শেড। কিন্তু এখন লিপস্টিকের রং আরও সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন রকম গাঢ় রঙের লিপকালারের ন্যুড শেডও বের হয়েছে। যেমন গাঢ় লাল রঙের লিপস্টিকের একটি লাইট শেড একেবারে হালকা কমলা রঙের মতো দেখতে। এভাবে বাদামি, বেগুনি, গোলাপি— সব রঙেরই ন্য়ুড শেড পাওয়া যায়। কোনো কোনো ব্র্যান্ড একই প্যাকেটে গাঢ় এবং একই রঙের ন্যুড শেড নিয়েও হাজির হচ্ছে।

শুরুর কথায় আবার ফিরে আসি। ওই যে রাত ছাড়া গাঢ় রং ঠোঁটে ব্যবহার করা যাবে না, এই মতবাদ থেকেও আমরা সরে এসেছি। এখন দেখা যায়, পোশাকের রঙের বিপরীত রঙের লিপস্টিক ব্যবহার করা হচ্ছে ঠোঁটে। পোশাকের রং গাঢ় হলে ঠোঁটের রং হিসেবে ন্যুড শেড বেছে নেওয়া হয়, সেটা দিন-রাত যখনই হোক না কেন।

আবার লিপস্টিকের রং ব্যক্তির পছন্দের ওপরও নির্ভর করে। যেমন কাউকে লাল রঙের লিপস্টিকে মানায়। কিন্তু ওই রঙের লিপস্টিক পরে তিনি নিজেই স্বস্তি পান না। সে ক্ষেত্রে রংটি তাঁর জন্য উপযুক্ত নয়।

কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়ও এখন নিজস্ব আরামবোধ ও স্বচ্ছন্দকে প্রাধান্য দিচ্ছেন ফ্যাশনসচেতন নারীরা। রাতের অনুষ্ঠানে ঠোঁটে একটু গাঢ় শেডের লিপস্টিকই ব্যবহার করা হয় সাধারণত। সে ক্ষেত্রে শিমার ব্যবহার করবেন কি না, তা আপনার রুচির ওপর নির্ভর করছে।

এখন ম্যাট লিপস্টিক ব্যবহারের দিকে ঝুঁকছেন তরুণীরা। এই লিপস্টিকের সুবিধাও রয়েছে। একবার ঠোঁটে বুলিয়ে নিলে সারা দিন আর ভাবতে হয় না। কিন্তু এই লিপস্টিক রোজ ব্যবহারের ফলে ঠোঁটে একটা কালচে ভাব চলে আসে। সে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্নও নিতে হবে।

লিপস্টিক লাগানোর প্রস্তুতি
ঠোঁট সুন্দর দেখানোর জন্য শুধু লিপস্টিক দিলেই হয় না, সেটা সঠিকভাবে দেওয়ার পদ্ধতিও জানতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার আগে সময় নিয়ে ঠোঁট রাঙানো সম্ভব না-ও হতে পারে। 

যা করবেন

  • ঠোঁটের চামড়া আলগা হয়ে থাকলে সেটা তুলে ফেলুন। চামড়া ওঠা অবস্থায় লিপস্টিক দেওয়া ঠিক নয়।
  • লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ভ্যাসলিন দিয়ে নিন।
  • লিপলাইনার দিয়ে ঠোঁটের সীমানা এঁকে নিন। তবে লিপস্টিকের চেয়ে লিপলাইনারের রং যাতে গাঢ় না হয়, সেদিকে খেয়াল রাখুন।
  • ঠোঁটের মাঝামাঝি জায়গা থেকে লিপস্টিক দেওয়া শুরু করুন।
  • প্রথমবার লিপস্টিক দেওয়ার পর টিস্যু দিয়ে হালকা করে মুছে নিন। এরপর আরেক স্তর লিপস্টিক দিন। প্রথম স্তরের লিপস্টিক মুছে নিলে অতিরিক্ত তেল চলে যাবে। দ্বিতীয় স্তরেরটা দৃঢ় হবে।

ঠোঁটের যত্নে

  • বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে।
  • সপ্তাহে দুদিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট  করলে উপকার পাওয়া যায়।
  • দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।

লেখক: রূপবিশেষজ্ঞ, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বধীকারী

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত