সানজিদা সামরিন, ঢাকা
ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো, নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তের মন ভেঙে ভারতীয় সংগীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এই হার্টথ্রব! বলতে গেলে প্রায় সবাইকে চমকে দিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবনের পথ এক করলেন তাঁরা।
নিজেদের বিয়ের চমৎকার কিছু ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। ছবিতে দম্পতিকে ভারতীয় ক্ল্যাসিক্যাল বিয়ের পোশাকে দেখা গেছে।
দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি সেট ও পাগড়ি। অন্যদিকে ধারাল পরেছিলেন কৃষ্ণচূড়া রঙের লেহেঙ্গা। ধারালের মেকআপে তেমন আড়ম্বর না থাকলেও জড়োয়া গয়না আর ফুলের সাজে সেজেছিলেন তিনি। ছবিতে তাঁদের রসায়ন কাউকে ঝলসে দিয়েছে আবার কেউ হয়তো আনমনেই গেয়ে উঠেছেন দর্শন রাভালের গাওয়া সাড়াজাগানো গান ‘আখিয়া লে যায়ে মেরি জান, ও সোনি সোনি।’
ছবিগুলোর ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। ছবির নিচে নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
একটু দাঁড়িয়ে যান, জানতে ইচ্ছে করছে না সুদর্শন এই সংগীতশিল্পীর স্ত্রীর পরিচয়? ইনস্টাগ্রাম বায়ো অনুসারে ধারাল আর্কিটেক্ট ও ডিজাইনার। অন্যদিকে দর্শন রাভালের ‘প্রেম রতন ধন পায়ো’তে ‘জব তুম চাহো’, ‘সানাম তেরি কসম’ ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’তে ‘চোগাদা’, ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের ‘সোনি সোনি’ গানের জন্য জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস
ঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো, নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তের মন ভেঙে ভারতীয় সংগীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এই হার্টথ্রব! বলতে গেলে প্রায় সবাইকে চমকে দিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে জীবনের পথ এক করলেন তাঁরা।
নিজেদের বিয়ের চমৎকার কিছু ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দর্শন। ছবিতে দম্পতিকে ভারতীয় ক্ল্যাসিক্যাল বিয়ের পোশাকে দেখা গেছে।
দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি সেট ও পাগড়ি। অন্যদিকে ধারাল পরেছিলেন কৃষ্ণচূড়া রঙের লেহেঙ্গা। ধারালের মেকআপে তেমন আড়ম্বর না থাকলেও জড়োয়া গয়না আর ফুলের সাজে সেজেছিলেন তিনি। ছবিতে তাঁদের রসায়ন কাউকে ঝলসে দিয়েছে আবার কেউ হয়তো আনমনেই গেয়ে উঠেছেন দর্শন রাভালের গাওয়া সাড়াজাগানো গান ‘আখিয়া লে যায়ে মেরি জান, ও সোনি সোনি।’
ছবিগুলোর ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’। ছবির নিচে নবদম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা।
একটু দাঁড়িয়ে যান, জানতে ইচ্ছে করছে না সুদর্শন এই সংগীতশিল্পীর স্ত্রীর পরিচয়? ইনস্টাগ্রাম বায়ো অনুসারে ধারাল আর্কিটেক্ট ও ডিজাইনার। অন্যদিকে দর্শন রাভালের ‘প্রেম রতন ধন পায়ো’তে ‘জব তুম চাহো’, ‘সানাম তেরি কসম’ ছবিতে ‘তু খিচ মেরি ফটো’, ‘লাভযাত্রী’তে ‘চোগাদা’, ‘ইশক ভিশক’ চলচ্চিত্রের ‘সোনি সোনি’ গানের জন্য জনপ্রিয়তা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে