বেলাল হোসেন, জাবি
অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবুজে আচ্ছাদিত এই ক্যাম্পাসে রাস্তার ধারে কিংবা গাছের মগডালে দেখা মেলে কিছু কাঠের বাক্সের। প্রথম দেখায় মনে কিছুটা ধন্দ তৈরি হতে পারে। কিন্তু খেয়াল করলে বোঝা যায় এগুলো পাখিদের জন্য তৈরি করা কৃত্রিম বাসা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষক তাঁর গবেষণাকাজের জন্য এগুলো তৈরি করেছেন।
উত্তর আমেরিকা ও ইউরোপীয় অঞ্চলে কৃত্রিম বাসায় পাখির পরজীবিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে বাংলাদেশে এ ধরনের গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাজেদা বেগম জানিয়েছেন, পিএইচডি-পরবর্তী পরীক্ষামূলক গবেষণাকাজের জন্য ক্যাম্পাসে ২০ থেকে ৩০টি আর্টিফিশিয়াল নেস্ট বা পাখির কৃত্রিম বাসা বিভিন্ন রাস্তার পাশের গাছে লাগানো হয়েছে। মূলত ‘পাখির পরজীবিতা’বিষয়ক গবেষণার
জন্য ২০২২ সালের শুরু থেকে এগুলো ব্যবহার করা হচ্ছে।
১৯৮৬ সালে জাহাঙ্গীরনগরের লেকে প্রথমবারের মতো দেখা মিলেছিল অতিথি পাখির। এরপর থেকে প্রতিবছর শীত মৌসুমে ক্যাম্পাসে আসে পাখিরা। প্রথম দিকে সন্ধান মিলেছিল প্রায় ৯০ প্রজাতির পাখির। এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে প্রায় ২০০-তে গিয়ে ঠেকেছে। এর মধ্যে ১২৬ প্রজাতির দেশীয় ও ৬৯ প্রজাতির অতিথি পাখি রয়েছে। এগুলোর মধ্যে আবার বেশ কিছু প্রজাতির পাখি ক্যাম্পাসে সব সময়ই দেখা যায়। এভাবে সবুজের এই নগর গড়ে উঠেছে পাখির এক অকৃত্রিম অভয়ারণ্য।
বিশেষজ্ঞরা জানান, বৈশাখ মাস থেকে এসব পাখি, বিশেষ করে ঝুঁটি শালিক, ভাত শালিক, দোয়েল, কুটুরে প্যাঁচা, কাঠ শালিক, চড়ুই পাখিরা প্রজনন ঘটায়। এই সময় পাখিদের বাসা বাঁধার জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। সেগুলোর মধ্যে আছে বড়সড় গাছের কোটর, নারকেলগাছের ফোকরসহ পুরোনো দালানের ভাঙা ভেন্টিলেটর ইত্যাদি। যেহেতু এসব জায়গা বর্তমানে অপ্রতুল হয়ে উঠেছে, তাই প্রয়োজনের তাগিদে দরকার পড়ছে কৃত্রিম বাসার।
অধ্যাপক সাজেদা বেগম জানান, বাংলাদেশে কোকিল পাখির পরজীবিতা নিয়ে এর আগে গবেষণা হয়নি। তিনিই প্রথমে সেটি শুরু করেছেন। বাংলাদেশে সাধারণত ১৫ প্রজাতির কোকিল আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ প্রজাতির কোকিল নিয়মিত দেখা যায়। কোকিল মূলত কাক, শালিক ও কসাই পাখির বাসা ব্যবহার করে ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। এই গবেষণায় আর্টিফিশিয়াল নেস্টে কোকিলের ডিম ফোটানোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গবেষণা শেষে প্রয়োজন অনুসারে আর্টিফিশিয়াল নেস্টগুলো সরিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলেন, গাছপালা নির্বিচারে নিধনের ফলে এ দেশের আবাসিক পাখিদের বসবাস ও প্রজননের জন্য যে আবাস প্রয়োজন তা বিলুপ্ত হওয়ার পথে। অথচ প্রকৃতি ও পরিবেশের বিশাল অংশজুড়ে রয়েছে বিচিত্র প্রজাতির পাখি।
অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবুজে আচ্ছাদিত এই ক্যাম্পাসে রাস্তার ধারে কিংবা গাছের মগডালে দেখা মেলে কিছু কাঠের বাক্সের। প্রথম দেখায় মনে কিছুটা ধন্দ তৈরি হতে পারে। কিন্তু খেয়াল করলে বোঝা যায় এগুলো পাখিদের জন্য তৈরি করা কৃত্রিম বাসা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষক তাঁর গবেষণাকাজের জন্য এগুলো তৈরি করেছেন।
উত্তর আমেরিকা ও ইউরোপীয় অঞ্চলে কৃত্রিম বাসায় পাখির পরজীবিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে বাংলাদেশে এ ধরনের গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সাজেদা বেগম জানিয়েছেন, পিএইচডি-পরবর্তী পরীক্ষামূলক গবেষণাকাজের জন্য ক্যাম্পাসে ২০ থেকে ৩০টি আর্টিফিশিয়াল নেস্ট বা পাখির কৃত্রিম বাসা বিভিন্ন রাস্তার পাশের গাছে লাগানো হয়েছে। মূলত ‘পাখির পরজীবিতা’বিষয়ক গবেষণার
জন্য ২০২২ সালের শুরু থেকে এগুলো ব্যবহার করা হচ্ছে।
১৯৮৬ সালে জাহাঙ্গীরনগরের লেকে প্রথমবারের মতো দেখা মিলেছিল অতিথি পাখির। এরপর থেকে প্রতিবছর শীত মৌসুমে ক্যাম্পাসে আসে পাখিরা। প্রথম দিকে সন্ধান মিলেছিল প্রায় ৯০ প্রজাতির পাখির। এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে প্রায় ২০০-তে গিয়ে ঠেকেছে। এর মধ্যে ১২৬ প্রজাতির দেশীয় ও ৬৯ প্রজাতির অতিথি পাখি রয়েছে। এগুলোর মধ্যে আবার বেশ কিছু প্রজাতির পাখি ক্যাম্পাসে সব সময়ই দেখা যায়। এভাবে সবুজের এই নগর গড়ে উঠেছে পাখির এক অকৃত্রিম অভয়ারণ্য।
বিশেষজ্ঞরা জানান, বৈশাখ মাস থেকে এসব পাখি, বিশেষ করে ঝুঁটি শালিক, ভাত শালিক, দোয়েল, কুটুরে প্যাঁচা, কাঠ শালিক, চড়ুই পাখিরা প্রজনন ঘটায়। এই সময় পাখিদের বাসা বাঁধার জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। সেগুলোর মধ্যে আছে বড়সড় গাছের কোটর, নারকেলগাছের ফোকরসহ পুরোনো দালানের ভাঙা ভেন্টিলেটর ইত্যাদি। যেহেতু এসব জায়গা বর্তমানে অপ্রতুল হয়ে উঠেছে, তাই প্রয়োজনের তাগিদে দরকার পড়ছে কৃত্রিম বাসার।
অধ্যাপক সাজেদা বেগম জানান, বাংলাদেশে কোকিল পাখির পরজীবিতা নিয়ে এর আগে গবেষণা হয়নি। তিনিই প্রথমে সেটি শুরু করেছেন। বাংলাদেশে সাধারণত ১৫ প্রজাতির কোকিল আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ প্রজাতির কোকিল নিয়মিত দেখা যায়। কোকিল মূলত কাক, শালিক ও কসাই পাখির বাসা ব্যবহার করে ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। এই গবেষণায় আর্টিফিশিয়াল নেস্টে কোকিলের ডিম ফোটানোর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গবেষণা শেষে প্রয়োজন অনুসারে আর্টিফিশিয়াল নেস্টগুলো সরিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলেন, গাছপালা নির্বিচারে নিধনের ফলে এ দেশের আবাসিক পাখিদের বসবাস ও প্রজননের জন্য যে আবাস প্রয়োজন তা বিলুপ্ত হওয়ার পথে। অথচ প্রকৃতি ও পরিবেশের বিশাল অংশজুড়ে রয়েছে বিচিত্র প্রজাতির পাখি।
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১ দিন আগে