আশিকুর রহমান, নজরুল বিশ্ববিদ্যালয়
বিশ্ব নৃবিজ্ঞান দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বিতর্ক প্রতিযোগিতা। নৃবিজ্ঞান বিভাগের বিতর্কের সংগঠন ‘নৃতার্কিক সংঘ’ আয়োজন করেছিল এ প্রতিযোগিতার। ‘দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ’ ছিল প্রতিযোগিতাটির প্রতিপাদ্য।
প্রতিযোগিতাটিতে বিভাগের ছয়টি ব্যাচ থেকে আটটি দল অংশ নেয়। মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শেষ হয়। প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় টিম বায়ান্ন ও টিম ছয় দফা। প্রাণবন্ত বিতর্কের শেষে জয়ী হয় টিম ছয় দফা।
এতে বিচারক নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কে এম মাহমুদুল হক, প্রভাষক ফিরোজ আহমেদ আরিফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দোলন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক প্রমুখ।
ক্লাবের সভাপতি ফৌজিয়া জান্নাত তুলি বলেন, ‘প্রতিবছর আমরা ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের যৌক্তিকতা, নৈতিকতা এবং জ্ঞানীয় জায়গায় ভাবনার আলোড়ন তৈরি করতে এ রকম কিছু অভিনব আয়োজনের প্রয়াস চালাই।’
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে এম মাহমুদুল হক বলেন, ‘বিতর্ক একটি আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে যৌক্তিক মানুষ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।’
বিশ্ব নৃবিজ্ঞান দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল বিতর্ক প্রতিযোগিতা। নৃবিজ্ঞান বিভাগের বিতর্কের সংগঠন ‘নৃতার্কিক সংঘ’ আয়োজন করেছিল এ প্রতিযোগিতার। ‘দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ’ ছিল প্রতিযোগিতাটির প্রতিপাদ্য।
প্রতিযোগিতাটিতে বিভাগের ছয়টি ব্যাচ থেকে আটটি দল অংশ নেয়। মোট তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শেষ হয়। প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় টিম বায়ান্ন ও টিম ছয় দফা। প্রাণবন্ত বিতর্কের শেষে জয়ী হয় টিম ছয় দফা।
এতে বিচারক নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কে এম মাহমুদুল হক, প্রভাষক ফিরোজ আহমেদ আরিফ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দোলন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক প্রমুখ।
ক্লাবের সভাপতি ফৌজিয়া জান্নাত তুলি বলেন, ‘প্রতিবছর আমরা ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের যৌক্তিকতা, নৈতিকতা এবং জ্ঞানীয় জায়গায় ভাবনার আলোড়ন তৈরি করতে এ রকম কিছু অভিনব আয়োজনের প্রয়াস চালাই।’
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে এম মাহমুদুল হক বলেন, ‘বিতর্ক একটি আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে যৌক্তিক মানুষ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।’
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে