নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ডিবেট ফোরাম প্রথমবারের মতো আয়োজন করেছে বিইউএফটি আন্তকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজ।
দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথমে অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ থেকে আসা ৩৬টি দল। সেখান থেকে প্রথম পর্বে বাছাই করে ১২টি দল চলে যায় প্রি-কোয়ার্টার পর্বে। কোয়ার্টার পর্বের পর পাওয়া যাবে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিজয়ী দলকে।
টানা দুই দিন বিজিএমইএ ক্যাম্পাস মুখর ছিল আয়োজক ও অংশগ্রহণকারীদের পদচারণে। ভারতের সিনেমা এ দেশে প্রদর্শন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অতীত স্মৃতি মুছে ফেলার প্রযুক্তির ব্যবহার কিংবা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ—এমন বিষয়গুলো নিয়ে ছিল বিতর্কের আয়োজন।
কলেজ পর্যায়ের এমন জাতীয় আয়োজন সম্পর্কে ডিবেট ফোরামের সহসভাপতি আরিফ রহমান রাতিন জানান, চিন্তাভাবনা একা একা সমৃদ্ধ করা সম্ভব নয়।
অন্যেরটা শুনলে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব। মূলত নিজেদের বিতর্ক দক্ষতা বাড়ানো এবং অন্যদের জন্য সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান রাতিন। এই আয়োজনের সেরারা পাবেন পুরস্কার ও সম্মাননা।
গতকাল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষ হয়েছে। তবে এখনো এর ফাইনালের তারিখ জানানো হয়নি। তবে রমজান শুরুর আগে এই আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ডিবেট ফোরাম প্রথমবারের মতো আয়োজন করেছে বিইউএফটি আন্তকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজ।
দুই দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় প্রথমে অংশ নেয় রাজধানীর বিভিন্ন কলেজ থেকে আসা ৩৬টি দল। সেখান থেকে প্রথম পর্বে বাছাই করে ১২টি দল চলে যায় প্রি-কোয়ার্টার পর্বে। কোয়ার্টার পর্বের পর পাওয়া যাবে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিজয়ী দলকে।
টানা দুই দিন বিজিএমইএ ক্যাম্পাস মুখর ছিল আয়োজক ও অংশগ্রহণকারীদের পদচারণে। ভারতের সিনেমা এ দেশে প্রদর্শন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অতীত স্মৃতি মুছে ফেলার প্রযুক্তির ব্যবহার কিংবা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ—এমন বিষয়গুলো নিয়ে ছিল বিতর্কের আয়োজন।
কলেজ পর্যায়ের এমন জাতীয় আয়োজন সম্পর্কে ডিবেট ফোরামের সহসভাপতি আরিফ রহমান রাতিন জানান, চিন্তাভাবনা একা একা সমৃদ্ধ করা সম্ভব নয়।
অন্যেরটা শুনলে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব। মূলত নিজেদের বিতর্ক দক্ষতা বাড়ানো এবং অন্যদের জন্য সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান রাতিন। এই আয়োজনের সেরারা পাবেন পুরস্কার ও সম্মাননা।
গতকাল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষ হয়েছে। তবে এখনো এর ফাইনালের তারিখ জানানো হয়নি। তবে রমজান শুরুর আগে এই আয়োজন শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে