জলপাইয়ের আচার

আনিসা আক্তার নূপুর
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২৩: ০০
Thumbnail image
ছবি: আনিসা আক্তার নূপুর

রেসিপি–১: জলপাইয়ের সরিষা মাখা আচার

উপকরণ :

  • জলপাই— ৫০০ গ্রাম
  • সরিষা বাটা— ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া —১\২ চা চামচ
  • রসুন বাটা —২ চা চামচ
  • পাঁচফোড়ন গুড়া—২ চা চামচ(টেলে গুড়া করা)
  • সরিষার তেল—১/২ কাপ
  • লবণ—১ চা চামচ(স্বাদমতো)
  • সিরকা—২ চা চামচ
  • শুকনা মরিচ—২ চা চামচ(টেলে গুড়া করা)

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

প্রণালী : প্রথমে জলপাই ধুয়ে ভালো করে মুছে নিতে হবে পানি যেন না থাকে ৷ তারপরে কেটে নিতে হবে , কাটার পরে সব বাটা গুড়া মসলা মাখাতে হবে খুব ভালো করে ৷ তার উপরে তেল দিয়ে কাঁচের পাত্রে করে রোদে দিতে হবে সাত দিন ৷ তারপর জারে রেখে সংরক্ষণ করতে পারবে ছয় মাসেরমত ৷

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

রেসিপি–২: জলপাই রসুনের আচার

উপকরণ :

  • জলপাই—১ কেজি
  • আস্ত রসুন—২০০ গ্রাম
  • সরিষার তেল—২ কাপ
  • আদা,রসুন বাটা—২ চা চামচ
  • হলুদ গুড়া—১ চা চামচ
  • সরিষা বাটা—১ টেবিল চামচ
  • আস্ত পাঁচফোড়ন—১ চা চামচ
  • পাঁচফোড়ন গুড়া—২ চা চামচ
  • শুকনা মরিচ—২ চা চামচ(টেলে গুড়া করা)
  • লবণ—২ চা চামচ (স্বাদমতো )
  • তেজপাতা—২টি
  • দারুচিনি , এলাচ—৩ থেকে ৪ টি
  • সিরকা— ২ টেবিল চামচ

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

প্রণালী : প্রথমে জলপাই ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে ৷ কড়াইতে তেল গরম করে আস্ত পাঁচফোড়ন দিয়ে সাথে আস্ত গরম মসলা দিয়ে আদা, রসুন ও সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়া দিয়ে জলপাই গুলো দিয়ে লবণ দিয়ে নিতে হবে ৷ তারপরে আস্ত রসুন দিয়ে অনবরত নাড়তে হবে ৷ ১০ মিনিট রান্না হওয়ার পরে পাঁচফোড়ন গুড়া ও শুকনা মরিচ গুঁড়া দিয়ে সিরকা দিয়ে দিতে হবে ৷ চুলার আঁচ লোতে রেখে দশ মিনিট রান্না করতে হবে ৷ তারপরে জলপাই রসুন সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে কাচের জারে রেখে সংরক্ষণ করা যাবে এক বছর পর্যন্ত ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত