জীবনধারা ডেস্ক
ঈদুল আযহা চলেই এলো। ঈদের এই কয়েকদিন মাংসের নানান রকম আইটেম তৈরি হবে এটাই স্বাভাবিক। আপনাদের জন্য গরুর মাংসের সহজ ও মজাদার আস্ত রসুন সহযোগে আচারি মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নুপুর।
উপকরণ
গরুর মাংস ১কেজি, তেল আধা কাপ, আদা–রসুন বাটা ১ টেবিলচামচ, আস্ত রসুন ৭/৮টি, পেঁয়াজ বাটা আধা কাপ, জিরা গুঁড়া ১চা–চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জলপাইয়ের আচার ২ টেবিলচামচ।
প্রণালি
মাংসের সাথে সব উপকরণ মিশিয়ে নিন (শুধু আচার বাদে)। তারপর হাঁড়িতে তেল দিয়ে মাখানো মাংসগুলো দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। এরপর ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হলে পানি শুকিয়ে এলে আচার দিয়ে কষিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার আস্ত রসুন সহযোগে আচারি মাংস।
ঈদুল আযহা চলেই এলো। ঈদের এই কয়েকদিন মাংসের নানান রকম আইটেম তৈরি হবে এটাই স্বাভাবিক। আপনাদের জন্য গরুর মাংসের সহজ ও মজাদার আস্ত রসুন সহযোগে আচারি মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নুপুর।
উপকরণ
গরুর মাংস ১কেজি, তেল আধা কাপ, আদা–রসুন বাটা ১ টেবিলচামচ, আস্ত রসুন ৭/৮টি, পেঁয়াজ বাটা আধা কাপ, জিরা গুঁড়া ১চা–চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জলপাইয়ের আচার ২ টেবিলচামচ।
প্রণালি
মাংসের সাথে সব উপকরণ মিশিয়ে নিন (শুধু আচার বাদে)। তারপর হাঁড়িতে তেল দিয়ে মাখানো মাংসগুলো দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। এরপর ভালোভাবে কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে রান্না করতে হবে। মাংস সিদ্ধ হলে পানি শুকিয়ে এলে আচার দিয়ে কষিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার আস্ত রসুন সহযোগে আচারি মাংস।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে