আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমি একজন নারী। একটা করপোরেট অফিসে কর্মরত আছি। পাঁচ বছর আগে আমি একজনকে পছন্দ করতাম। কিন্তু পরিবার মেনে নেবে না বলে তাকে বিয়ে করিনি। কয়েক দিন আগে শুনলাম সে মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছে। যদিও আমার সঙ্গে তার দীর্ঘ সময় যোগাযোগ ছিল না এবং আমরা আলাদা আলাদা সংসারে বসবাস করতাম।
কিন্তু তার মৃত্যুর কথা শোনার পর থেকে আমি ভেতরে-ভেতরে ভেঙে পড়ছি। না পারছি ঘুমাতে, না পারছি ঠিকমতো খাওয়াদাওয়া করতে। সবকিছুতেই মনে হচ্ছে আমি কেন তার কোনো খোঁজ নিইনি। বছরখানেক আগে সে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। তখন রূঢ়ভাবে নিষেধ করে দিয়েছিলাম। নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। নিজেকে কীভাবে সেলফ কাউন্সেলিং করব—একটু জানাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, শরীয়তপুর
উওর: প্রিয় কোনো মানুষের মৃত্যুর কথা আমাদের অনেক আবেগতাড়িত করে, তখন আমরা শোকে কাতর হয়ে পড়ি। আগের কথাগুলো বারবার মনে পড়ে। এমন অবস্থায় ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক না থাকে বা তার সঙ্গে কোনো মনোমালিন্য হয়, তখন আমরা অপরাধবোধে ভুগে থাকি। আপনি বর্তমানে সে রকম একটি অবস্থায় আছেন, তা আপনার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে এ অবস্থায় অপরাধবোধে না থেকে তাঁর আত্মার শান্তি কামনা করুন। কোন কারণে আপনার কষ্ট বেশি হচ্ছে, আগের কোনো স্মৃতি মনে পড়ে থাকলে সেগুলো একটি ডায়েরিতে লিখে নিজের মনকে শান্ত করার চেষ্টা করতে পারেন। তা ছাড়া কথাগুলো শেয়ার করা যায় এমন ব্যক্তি, বন্ধু বা নিজের পরিবারের কারও সঙ্গে শেয়ার করতে পারেন। এ সময় নিজের যত্ন নেবেন, যে কাজ করলে প্রশান্তি পাবেন, তেমন কাজে নিজেকে যুক্ত করবেন। এরপরও যদি এ অবস্থা থেকে বের হতে না পারেন, তাহলে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন।
প্রশ্ন: আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার নিজেকে নিয়ে অনেক সমস্যা। আমার ধৈর্য অনেক কম। কোনো কাজ ঠিকমতো করতে পারি না। পড়ালেখা ভালোভাবে করতে চাই। কিন্তু আমার নিজের ভেতরের অস্থিরতার জন্য সেটা আর হয়ে উঠছে না। মনে হয়, একজন মনের মতো পার্টনার থাকলে আমার জন্য ভালো হতো। যার সঙ্গে অনেক সুন্দর সময় কাটানো যায় এবং কথা বলা যায়, তেমন একজন পার্টনার। আবার হঠাৎ মনে হয়, কখনো বিয়েই করব না। একা থাকব। কী লাভ অন্যকে নিজের জীবনে জড়িয়ে। আমি একটা নির্মল সুন্দর জীবন চাই, যেখানে কোনো কিছুর তাড়া কাজ করবে না। নিজের মনকে স্থির করার জন্য কী করতে পারি?
নাবিলা, ডেমরা
উওর: আপনি আপনার সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সে অবস্থা থেকে মুক্তি চান, এটি খুবই ইতিবাচক বিষয়। এ জন্য চেষ্টা করবেন নিজের শরীর ও মনের যত্ন নিতে। প্রতিদিন কিছু হালকা ব্যায়াম, যেমন ইয়োগা, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদি করা শুরু করতে পারেন। এতে আপনার কাজে মনোযোগ বাড়বে। যেহেতু সমস্যাগুলো থেকে আপনি বের হতে চাইছেন কিন্তু পারছেন না, এ জন্য আপনি একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: নাঈমা ইসলাম অন্তরা, সাইকোলজিস্ট ও ট্রেইনার
প্রশ্ন: আমি একজন নারী। একটা করপোরেট অফিসে কর্মরত আছি। পাঁচ বছর আগে আমি একজনকে পছন্দ করতাম। কিন্তু পরিবার মেনে নেবে না বলে তাকে বিয়ে করিনি। কয়েক দিন আগে শুনলাম সে মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছে। যদিও আমার সঙ্গে তার দীর্ঘ সময় যোগাযোগ ছিল না এবং আমরা আলাদা আলাদা সংসারে বসবাস করতাম।
কিন্তু তার মৃত্যুর কথা শোনার পর থেকে আমি ভেতরে-ভেতরে ভেঙে পড়ছি। না পারছি ঘুমাতে, না পারছি ঠিকমতো খাওয়াদাওয়া করতে। সবকিছুতেই মনে হচ্ছে আমি কেন তার কোনো খোঁজ নিইনি। বছরখানেক আগে সে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। তখন রূঢ়ভাবে নিষেধ করে দিয়েছিলাম। নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। নিজেকে কীভাবে সেলফ কাউন্সেলিং করব—একটু জানাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, শরীয়তপুর
উওর: প্রিয় কোনো মানুষের মৃত্যুর কথা আমাদের অনেক আবেগতাড়িত করে, তখন আমরা শোকে কাতর হয়ে পড়ি। আগের কথাগুলো বারবার মনে পড়ে। এমন অবস্থায় ওই ব্যক্তির সঙ্গে যদি সম্পর্ক না থাকে বা তার সঙ্গে কোনো মনোমালিন্য হয়, তখন আমরা অপরাধবোধে ভুগে থাকি। আপনি বর্তমানে সে রকম একটি অবস্থায় আছেন, তা আপনার লেখায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে এ অবস্থায় অপরাধবোধে না থেকে তাঁর আত্মার শান্তি কামনা করুন। কোন কারণে আপনার কষ্ট বেশি হচ্ছে, আগের কোনো স্মৃতি মনে পড়ে থাকলে সেগুলো একটি ডায়েরিতে লিখে নিজের মনকে শান্ত করার চেষ্টা করতে পারেন। তা ছাড়া কথাগুলো শেয়ার করা যায় এমন ব্যক্তি, বন্ধু বা নিজের পরিবারের কারও সঙ্গে শেয়ার করতে পারেন। এ সময় নিজের যত্ন নেবেন, যে কাজ করলে প্রশান্তি পাবেন, তেমন কাজে নিজেকে যুক্ত করবেন। এরপরও যদি এ অবস্থা থেকে বের হতে না পারেন, তাহলে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন।
প্রশ্ন: আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমার নিজেকে নিয়ে অনেক সমস্যা। আমার ধৈর্য অনেক কম। কোনো কাজ ঠিকমতো করতে পারি না। পড়ালেখা ভালোভাবে করতে চাই। কিন্তু আমার নিজের ভেতরের অস্থিরতার জন্য সেটা আর হয়ে উঠছে না। মনে হয়, একজন মনের মতো পার্টনার থাকলে আমার জন্য ভালো হতো। যার সঙ্গে অনেক সুন্দর সময় কাটানো যায় এবং কথা বলা যায়, তেমন একজন পার্টনার। আবার হঠাৎ মনে হয়, কখনো বিয়েই করব না। একা থাকব। কী লাভ অন্যকে নিজের জীবনে জড়িয়ে। আমি একটা নির্মল সুন্দর জীবন চাই, যেখানে কোনো কিছুর তাড়া কাজ করবে না। নিজের মনকে স্থির করার জন্য কী করতে পারি?
নাবিলা, ডেমরা
উওর: আপনি আপনার সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সে অবস্থা থেকে মুক্তি চান, এটি খুবই ইতিবাচক বিষয়। এ জন্য চেষ্টা করবেন নিজের শরীর ও মনের যত্ন নিতে। প্রতিদিন কিছু হালকা ব্যায়াম, যেমন ইয়োগা, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদি করা শুরু করতে পারেন। এতে আপনার কাজে মনোযোগ বাড়বে। যেহেতু সমস্যাগুলো থেকে আপনি বের হতে চাইছেন কিন্তু পারছেন না, এ জন্য আপনি একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: নাঈমা ইসলাম অন্তরা, সাইকোলজিস্ট ও ট্রেইনার
টমেটো একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য অনেক উপকারি। স্বাস্থ্যকর খাদ্য হিসেবে টমেটো খাবারের তালিকায় রাখতে পারলে ভালো। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে, ত্বকে বয়সের ছাপ কমাতে এবং ক্যান্সারের ঝুঁকি মোকাবিলায় সাহায্য করে। এখানে টমেটো খাওয়ার উপকারিতাগুলো দেওয়া
১ ঘণ্টা আগেনিম্ন বিম হেড লাইট ব্যবহার করুন। নিম্ন বিম (Low Beam) হল গাড়ির হেডলাইটের একটি মোড, যা নিচের দিকে এবং সংক্ষিপ্ত দূরত্বে আলো ছড়ায়। এটি সাধারণত শহুরে রাস্তায়, ট্রাফিকযুক্ত এলাকায় এবং অন্যান্য গাড়ির কাছাকাছি থাকাকালীন ব্যবহৃত হয়, যেখানে বিপরীত দিক থেকে আসা গাড়ির চালকদের ঝলকানি না হয়।
২ ঘণ্টা আগেনিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা তৈরি করতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা পর্যন্ত হেঁটে ভ্রমণ করেন জাফর সাদেক।
৪ ঘণ্টা আগেস্বামী-স্ত্রীর সম্পর্ক গভীর বন্ধুত্বের মতো হলেও কিছু বিষয় আছে, যা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে তা সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে। এখানে এমন অন্তত ১০টি বিষয় তুলে ধরা হলো, যা স্ত্রীর সঙ্গে আলোচনা না করাই ভালো:
১ দিন আগে