শোভন সাহা
আমার বয়স ২০ বছর। বেশির ভাগ সময় বাসায় থাকা হয়। আমার ত্বক তৈলাক্ত। অতিরিক্ত ব্রণ ওঠে। এ কারণে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছি অনেক বার। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে? কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার, দাগমুক্ত রাখার কোনো উপায় আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর ফেস দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
হিজাব পরি বলে গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। রোজ বাইরে যাই বলে চুলে রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করতে পারি?
সোনিয়া সুলতানা, ঢাকা
উত্তর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে ব্রাশ করে পরিষ্কার হিজাব পরুন। হিজাব খোলার পর অবশ্যই কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন:কসমেটোলজিস্ট শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
আমার বয়স ২০ বছর। বেশির ভাগ সময় বাসায় থাকা হয়। আমার ত্বক তৈলাক্ত। অতিরিক্ত ব্রণ ওঠে। এ কারণে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছি অনেক বার। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে? কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার, দাগমুক্ত রাখার কোনো উপায় আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর ফেস দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
হিজাব পরি বলে গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। রোজ বাইরে যাই বলে চুলে রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করতে পারি?
সোনিয়া সুলতানা, ঢাকা
উত্তর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে ব্রাশ করে পরিষ্কার হিজাব পরুন। হিজাব খোলার পর অবশ্যই কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।
পরামর্শ দিয়েছেন:কসমেটোলজিস্ট শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে