শারমিন কচি
ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো? তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কোনটা করা ভালো?
সাইয়ারা পারভীন, বগুড়া
মুখে ব্লিচ করাকে শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে এবং পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।
আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে সেগুলো অনেক বড় দেখা যায়। কী করে রোমকূপ ছোট করা যাবে?
সুস্মিতা, রাজশাহী
নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি মিশিয়ে লাগিয়ে দিন। তার ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস এবং ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো? তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কোনটা করা ভালো?
সাইয়ারা পারভীন, বগুড়া
মুখে ব্লিচ করাকে শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে এবং পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।
আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে সেগুলো অনেক বড় দেখা যায়। কী করে রোমকূপ ছোট করা যাবে?
সুস্মিতা, রাজশাহী
নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি মিশিয়ে লাগিয়ে দিন। তার ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস এবং ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে