শারমিন কচি
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চোখ ভালো রাখতে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা জরুরি। এখানে এমন ১০টি কাজের তালিকা দেওয়া হলো, যা চোখ ভালো রাখতে সহায়ক।
১ ঘণ্টা আগেচার কাপ কিমা, আধা কাপ বাটার বা ঘি, দুটি কালো এলাচির গুঁড়া, ছয়টি সবুজ এলাচির গুঁড়া, এক চা-চামচ করে আদা ও রসুন বাটা, লবণ, গুঁড়া আদা, গোলমরিচের গুঁড়া। সব একসঙ্গে মিশিয়ে দিন।
৩ ঘণ্টা আগেসকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার দৈনন্দিন জীবন এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারে। এটি মানসিক ও শারীরিক সুস্থতাকে বাড়িয়ে তোলে। এখানে সকালে ঘুম থেকে ওঠার ১০টি উল্লেখযোগ্য উপকারিতা তুলে ধরা হলো:
২১ ঘণ্টা আগেনিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের একটি ক্লিপ দেখে মাত্র ১৫ বছর বয়সেই একজন ট্রেডার হতে চেয়েছিলেন প্যাট্রিক শুল্টে। পরে তিনি বিষয়টি শিখেও ফেলেন। চলে যান শিকাগোতে। সেখানে গিয়ে সব ধরনের ট্রেডিং শুরু করেন।
১ দিন আগে