আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার
প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট , শোভন মেকওভার
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে