ফিচার ডেস্ক
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
২ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
২ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
২ দিন আগে