শারমিন কচি
প্রশ্ন: আমার মুখ গোলগাল। গায়ের রং ফর্সা। কী ধরনের হেয়ার কাটে আমাকে মানাবে। সঙ্গে চুলের রং করার ক্ষেত্রে কোন রংগুলো আমার জন্য ভালো হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
হেয়ার কাটের টাইপ মুখের গড়নের ওপর করে। স্টেইপ কাট নিতে পারেন। লাইট ব্রাউন অথবা বারগেন্ডি রং বেছে নিতে পারেন।
প্রশ্ন: চুল রং করেছি সাত আট মাস আগে। বার্গেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ্ণ হয়ে গেছে। কী করণীয়?
রূপসা হক, মুন্সিগঞ্জ
কালার করার জন্য ভালো মানের কালার ব্যবহার করতে হবে। কালারের পর কালার গার্ড শ্যাম্পু ব্যাবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: চুলে শুধু জট পাকায়। কীভাবে চুল সুন্দর রাখতে পারি?
সুপর্ণা দেবী, বিক্রমপুর
প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ১৫ মিনিট চিরুনি দিয়ে আঁচরাবেন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: আমার মুখ গোলগাল। গায়ের রং ফর্সা। কী ধরনের হেয়ার কাটে আমাকে মানাবে। সঙ্গে চুলের রং করার ক্ষেত্রে কোন রংগুলো আমার জন্য ভালো হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
হেয়ার কাটের টাইপ মুখের গড়নের ওপর করে। স্টেইপ কাট নিতে পারেন। লাইট ব্রাউন অথবা বারগেন্ডি রং বেছে নিতে পারেন।
প্রশ্ন: চুল রং করেছি সাত আট মাস আগে। বার্গেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ্ণ হয়ে গেছে। কী করণীয়?
রূপসা হক, মুন্সিগঞ্জ
কালার করার জন্য ভালো মানের কালার ব্যবহার করতে হবে। কালারের পর কালার গার্ড শ্যাম্পু ব্যাবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: চুলে শুধু জট পাকায়। কীভাবে চুল সুন্দর রাখতে পারি?
সুপর্ণা দেবী, বিক্রমপুর
প্রতিদিন প্রোটিন শ্যাম্পু এবং হেয়ার মাস্ক চুলে লাগিয়ে ১৫ মিনিট চিরুনি দিয়ে আঁচরাবেন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১ দিন আগে