অনলাইন ডেস্ক
আকাশে উড়ছিল একটি উড়োজাহাজ। আর এ অবস্থাতেই কিনা মারামারিতে জড়ালেন দুই যাত্রী! আশ্চর্য এ ঘটনা ঘটে তাইওয়ানের ইভিএ এয়ারলাইনসে। অবশ্য শেষমেশ তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন।
এয়ারলাইনটি এক বিবৃতিতে সিএনএনকে জানায়, হাতাহাতির ঘটনার শুরু এক যাত্রীর কাশিকে কেন্দ্র করে। তাঁর পাশের আসনে বসা ব্যক্তিটি তখন অন্য একটি আসনে সরে পড়ার চেষ্টা করেন। তবে প্রচেষ্টাটিতে সফলতা আসেনি। কারণ যে আসনটি তিনি বাছাই করেন সেটি ছিল অন্য একজন পুরুষ যাত্রীর। এই সিটে বসা নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ান, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।
আর এ সময়ই তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বলে জানায় ইভিএ।
৮ মে, বুধবার। তাইপে থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী ১২ ঘণ্টার ফ্লাইট বিআর ০৮-এ ঘটনাটি ঘটে। তখন উড়োজাহাজটি ছড়ার পর ঘণ্টা তিনেক পেরিয়েছে। ইভিএ সিএনএনকে জানিয়েছে, মারামারিতে জড়ানো দুই ব্যক্তিই বিদেশি। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
তবে এ ক্ষেত্রে ধন্যবাদ পেতে পারেন তিন নারী ফ্লাইট এটেনডেন্ট। তাঁরা এগিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাঁদের সাহায্য করেন সচেতন কিছু যাত্রী। আর এতে আলাদা করা সম্ভব হয় দুই যাত্রীকে। এতে ঝামেলা ছাড়াই ফ্লাইটটি ঠিকমতো শেষ হয়। নির্ধারিত সময়ে উড়োজাহাজটি পৌঁছে সায় সানফ্রান্সিসকোয়।
ইভিএ সিএনএনকে বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের এ ধরনের ঘটনার ব্যাপারে কোম্পানি সব সময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে।’
ইভিএ জানায়, কোম্পানি পরবর্তী সময়ে তিন কেবিন ক্রুকে উপযুক্ত পুরস্কার দেবে।
ফ্লাইটের মধ্যেই উড়োজাহাজের ক্যাপ্টেন সান ফ্রান্সিসকো পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উড়োজাহাজ অবতরণের পর মারামারিতে জড়ানো দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সরিয়ে নেয় পুলিশ।
এই প্রথম আকাশে ওড়া অবস্থায় ঝামেলার জন্য শিরোনাম হয়েছে ইভিএ এয়ারলাইনস তা নয়। ২০১৯ সালে একজন পুরুষ যাত্রী মহিলা ফ্লাইট এটেনডেন্টকে তাঁর পোশাক খুলতে, বাথরুম ব্যবহার করতে এবং পরে তাঁকে পরিষ্কার করতে সাহায্য করতে বাধ্য করেছিলেন। বলেছিলেন, তিনি নিজে শারীরিকভাবে তা করতে অক্ষম ছিলেন।
এরপর ইভিএ প্রকাশ্যে তার কর্মচারীদের প্রতি তার ‘আন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করে এবং ঘটনাটি আরও খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়।
একই বছর ইভিএ শুধু নারীদের ফ্লাইট এটেনডেন্ট হিসেবে নিয়োগের নীতিতে পরিবর্তন আনে এবং জানায়, এখন থেকে পুরুষদেরও কেবিন ক্রু হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আকাশে উড়ছিল একটি উড়োজাহাজ। আর এ অবস্থাতেই কিনা মারামারিতে জড়ালেন দুই যাত্রী! আশ্চর্য এ ঘটনা ঘটে তাইওয়ানের ইভিএ এয়ারলাইনসে। অবশ্য শেষমেশ তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন।
এয়ারলাইনটি এক বিবৃতিতে সিএনএনকে জানায়, হাতাহাতির ঘটনার শুরু এক যাত্রীর কাশিকে কেন্দ্র করে। তাঁর পাশের আসনে বসা ব্যক্তিটি তখন অন্য একটি আসনে সরে পড়ার চেষ্টা করেন। তবে প্রচেষ্টাটিতে সফলতা আসেনি। কারণ যে আসনটি তিনি বাছাই করেন সেটি ছিল অন্য একজন পুরুষ যাত্রীর। এই সিটে বসা নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ান, যা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে।
আর এ সময়ই তিন নারী ফ্লাইট এটেনডেন্ট পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন বলে জানায় ইভিএ।
৮ মে, বুধবার। তাইপে থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোগামী ১২ ঘণ্টার ফ্লাইট বিআর ০৮-এ ঘটনাটি ঘটে। তখন উড়োজাহাজটি ছড়ার পর ঘণ্টা তিনেক পেরিয়েছে। ইভিএ সিএনএনকে জানিয়েছে, মারামারিতে জড়ানো দুই ব্যক্তিই বিদেশি। তবে তাঁরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
তবে এ ক্ষেত্রে ধন্যবাদ পেতে পারেন তিন নারী ফ্লাইট এটেনডেন্ট। তাঁরা এগিয়ে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাঁদের সাহায্য করেন সচেতন কিছু যাত্রী। আর এতে আলাদা করা সম্ভব হয় দুই যাত্রীকে। এতে ঝামেলা ছাড়াই ফ্লাইটটি ঠিকমতো শেষ হয়। নির্ধারিত সময়ে উড়োজাহাজটি পৌঁছে সায় সানফ্রান্সিসকোয়।
ইভিএ সিএনএনকে বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের এ ধরনের ঘটনার ব্যাপারে কোম্পানি সব সময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে।’
ইভিএ জানায়, কোম্পানি পরবর্তী সময়ে তিন কেবিন ক্রুকে উপযুক্ত পুরস্কার দেবে।
ফ্লাইটের মধ্যেই উড়োজাহাজের ক্যাপ্টেন সান ফ্রান্সিসকো পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উড়োজাহাজ অবতরণের পর মারামারিতে জড়ানো দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সরিয়ে নেয় পুলিশ।
এই প্রথম আকাশে ওড়া অবস্থায় ঝামেলার জন্য শিরোনাম হয়েছে ইভিএ এয়ারলাইনস তা নয়। ২০১৯ সালে একজন পুরুষ যাত্রী মহিলা ফ্লাইট এটেনডেন্টকে তাঁর পোশাক খুলতে, বাথরুম ব্যবহার করতে এবং পরে তাঁকে পরিষ্কার করতে সাহায্য করতে বাধ্য করেছিলেন। বলেছিলেন, তিনি নিজে শারীরিকভাবে তা করতে অক্ষম ছিলেন।
এরপর ইভিএ প্রকাশ্যে তার কর্মচারীদের প্রতি তার ‘আন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করে এবং ঘটনাটি আরও খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়।
একই বছর ইভিএ শুধু নারীদের ফ্লাইট এটেনডেন্ট হিসেবে নিয়োগের নীতিতে পরিবর্তন আনে এবং জানায়, এখন থেকে পুরুষদেরও কেবিন ক্রু হিসেবে নিয়োগ দেওয়া হবে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
১ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
১ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
১ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
১ দিন আগে