মো. আরাফাত হোসেন
সময় এখন ঝরনা অভিযানের। বর্ষা ও এর পরপরই ঝরনা দেখার ভালো সময়। আগে পুরুষ ট্রেকারের সংখ্যা বেশি থাকলেও এখন অসংখ্য নারীও যাচ্ছেন বিভিন্ন ঝরনা অভিযানে। তরুণদের পাশাপাশি মধ্যবয়সী অনেকে যাচ্ছেন। তাঁদের মধ্যে কেউবা প্রকৃতির ভালোবাসায়, কেউবা নিজেদের ফিটনেস ধরে রাখতে নিয়মিত ভ্রমণ করছেন পার্বত্য অঞ্চলগুলোয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্ষা বা এর পরপরই ট্রেকিং করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে যেকোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন।
অ্যাকসেসরিজ জুতা
শুরুতেই আসা যাক স্যান্ডেল বা জুতা নিয়ে। অবশ্যই ভালো গ্রিপযুক্ত এক জোড়া স্যান্ডেল নিতে হবে, যেটা স্লিপ কম করবে। পেছনে ফিতাযুক্ত এবং পানিতে নষ্ট হবে না এমন স্যান্ডেল নিতে হবে। ট্রেকিং শু নিলে অবশ্যই ওয়াটারপ্রুফ ও ভালো গ্রিপের কিনতে হবে। এ ক্ষেত্রে হেলাফেলা করবেন না। আপনার নিরাপদ ট্রেকিং অনেকটাই নির্ভর করে স্যান্ডেল বা জুতার ওপরে। পাশাপাশি ব্যাকআপ এক জোড়া জুতা রাখতে হবে।
ট্রেকিং পোল
ট্রেকিং, সেটা পাহাড় হোক কিংবা ঝরনায়, অবশ্যই সঙ্গে রাখতে হবে একটি ট্রেকিং পোল। এটা আপনাকে নিচে নামার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। অনেক সময় ওপরে ওঠার ক্ষেত্রেও সহায়তা করবে, পাশাপাশি কর্দমাক্ত বা পিচ্ছিল পথে আপনাকে বাড়তি সহায়তা দেবে। নতুন ট্রেকারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
পাহাড়ে চলবেন যেভাবে
ট্রেকিং অবস্থায় কোনো পাহাড়ের গা দিয়ে চলার সময় অবশ্যই শরীরের ভার পাহাড়ের দিকে রাখতে হবে। পাহাড়ের খাঁজ বা কিনারার দিকে শরীরের ভর থাকলে অসাবধানতাবশত পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাহাড়ের কিনারা দিয়ে হাঁটার সময় অবশ্যই পাহাড়ের গায়ে থাকা লতাপাতা বা গাছের ডাল ধরে রাখবেন। অথবা দ্রুতই ধরে ফেলতে পারবেন এমন কাছাকাছি অবস্থায় হাত রেখে চলাফেরা করবেন। এতে কোনো কারণে পা ফসকে গেলে আপনি নিজেকে ধরে রাখতে পারেন। যাঁদের হাইট ফোবিয়া আছে, তাঁরা অবশ্যই পাহাড়ের নিচের দিকে না তাকিয়ে যে রাস্তায় হাঁটছেন, সেই রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকবেন। ওপরে ওঠা বা নিচে নামার ক্ষেত্রেও এ নিয়ম মেনে চললে কষ্ট কম হবে। কখনোই উচ্চ শব্দ করতে করতে অথবা কানে হেডফোন দিয়ে ট্রেকিং করবেন না। অনেক সময় পাহাড়ি পথে চলাচল করতে গেলে চোখ দিয়ে দেখার পাশাপাশি কান দিয়ে অনেক কিছু শুনতে হয়। কানে হেডফোন থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কারণ, মস্তিষ্ক কোনো একটি বিষয় নিয়ে ব্যস্ত থাকলে শরীরের অন্যান্য অংশের নমনীয়তা কম থাকে। ফলে পা ফসকানোর আশঙ্কা থাকে। এ ছাড়া আনমনা হয়ে রাস্তা ভুল হয়ে যেতে পারে। নেটওয়ার্কবিহীন এলাকার জন্য এটি খুবই বিপদের বিষয়।
ঝিরিপথে চলার আগে
পাহাড়ি পথগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে ঝিরিপথে চলা। এই পথে একবার পা পিছলে পড়ে গেলে শরীরে প্রচণ্ড ব্যথা পাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য ট্রেকিং পোল সঙ্গে থাকলে এবং ধীরে ধীরে পাথর বুঝে এগোলে ঝুঁকি কমে আসে। ঝরনা অভিযানে অধিকাংশ সময়ই পাথুরে ঝিরিপথের ওপর দিয়ে চলাচল করতে হয়। সব সময় পানির প্রবাহ আছে, তেমন পাথুরে পথ বেছে নিতে হবে। মনে রাখতে হবে, পাথরের ওপর সব সময় পানির প্রবাহ থাকলে সেগুলো পিচ্ছিল হয় না। যে পাথরগুলো দেখতে পরিষ্কার এবং সাদা, সেগুলো পিচ্ছিল হয় না। সবুজ শেওলাযুক্ত বা মাটি জমে থাকা পাথরের ওপর পা দেওয়া যাবে না। সেগুলো খুবই পিচ্ছিল হয়। একটি পাথরের গায়ে পা দেওয়ার আগে অবশ্যই সেটির গায়ে হালকা করে পা দিয়ে চাপ দিয়ে দেখতে হবে পিচ্ছিল কি না বা আপনার ভর নিতে পারবে কি না। কখনোই না জেনে বা বুঝে কোনো পাথরের ওপর লাফ দেওয়া যাবে না।
লেখক: প্রতিষ্ঠাতা, বেঙ্গল ট্রেকার্স
সময় এখন ঝরনা অভিযানের। বর্ষা ও এর পরপরই ঝরনা দেখার ভালো সময়। আগে পুরুষ ট্রেকারের সংখ্যা বেশি থাকলেও এখন অসংখ্য নারীও যাচ্ছেন বিভিন্ন ঝরনা অভিযানে। তরুণদের পাশাপাশি মধ্যবয়সী অনেকে যাচ্ছেন। তাঁদের মধ্যে কেউবা প্রকৃতির ভালোবাসায়, কেউবা নিজেদের ফিটনেস ধরে রাখতে নিয়মিত ভ্রমণ করছেন পার্বত্য অঞ্চলগুলোয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্ষা বা এর পরপরই ট্রেকিং করতে গেলে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে যেকোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন।
অ্যাকসেসরিজ জুতা
শুরুতেই আসা যাক স্যান্ডেল বা জুতা নিয়ে। অবশ্যই ভালো গ্রিপযুক্ত এক জোড়া স্যান্ডেল নিতে হবে, যেটা স্লিপ কম করবে। পেছনে ফিতাযুক্ত এবং পানিতে নষ্ট হবে না এমন স্যান্ডেল নিতে হবে। ট্রেকিং শু নিলে অবশ্যই ওয়াটারপ্রুফ ও ভালো গ্রিপের কিনতে হবে। এ ক্ষেত্রে হেলাফেলা করবেন না। আপনার নিরাপদ ট্রেকিং অনেকটাই নির্ভর করে স্যান্ডেল বা জুতার ওপরে। পাশাপাশি ব্যাকআপ এক জোড়া জুতা রাখতে হবে।
ট্রেকিং পোল
ট্রেকিং, সেটা পাহাড় হোক কিংবা ঝরনায়, অবশ্যই সঙ্গে রাখতে হবে একটি ট্রেকিং পোল। এটা আপনাকে নিচে নামার সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। অনেক সময় ওপরে ওঠার ক্ষেত্রেও সহায়তা করবে, পাশাপাশি কর্দমাক্ত বা পিচ্ছিল পথে আপনাকে বাড়তি সহায়তা দেবে। নতুন ট্রেকারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
পাহাড়ে চলবেন যেভাবে
ট্রেকিং অবস্থায় কোনো পাহাড়ের গা দিয়ে চলার সময় অবশ্যই শরীরের ভার পাহাড়ের দিকে রাখতে হবে। পাহাড়ের খাঁজ বা কিনারার দিকে শরীরের ভর থাকলে অসাবধানতাবশত পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাহাড়ের কিনারা দিয়ে হাঁটার সময় অবশ্যই পাহাড়ের গায়ে থাকা লতাপাতা বা গাছের ডাল ধরে রাখবেন। অথবা দ্রুতই ধরে ফেলতে পারবেন এমন কাছাকাছি অবস্থায় হাত রেখে চলাফেরা করবেন। এতে কোনো কারণে পা ফসকে গেলে আপনি নিজেকে ধরে রাখতে পারেন। যাঁদের হাইট ফোবিয়া আছে, তাঁরা অবশ্যই পাহাড়ের নিচের দিকে না তাকিয়ে যে রাস্তায় হাঁটছেন, সেই রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকবেন। ওপরে ওঠা বা নিচে নামার ক্ষেত্রেও এ নিয়ম মেনে চললে কষ্ট কম হবে। কখনোই উচ্চ শব্দ করতে করতে অথবা কানে হেডফোন দিয়ে ট্রেকিং করবেন না। অনেক সময় পাহাড়ি পথে চলাচল করতে গেলে চোখ দিয়ে দেখার পাশাপাশি কান দিয়ে অনেক কিছু শুনতে হয়। কানে হেডফোন থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কারণ, মস্তিষ্ক কোনো একটি বিষয় নিয়ে ব্যস্ত থাকলে শরীরের অন্যান্য অংশের নমনীয়তা কম থাকে। ফলে পা ফসকানোর আশঙ্কা থাকে। এ ছাড়া আনমনা হয়ে রাস্তা ভুল হয়ে যেতে পারে। নেটওয়ার্কবিহীন এলাকার জন্য এটি খুবই বিপদের বিষয়।
ঝিরিপথে চলার আগে
পাহাড়ি পথগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে ঝিরিপথে চলা। এই পথে একবার পা পিছলে পড়ে গেলে শরীরে প্রচণ্ড ব্যথা পাওয়ার আশঙ্কা থাকে। সে জন্য ট্রেকিং পোল সঙ্গে থাকলে এবং ধীরে ধীরে পাথর বুঝে এগোলে ঝুঁকি কমে আসে। ঝরনা অভিযানে অধিকাংশ সময়ই পাথুরে ঝিরিপথের ওপর দিয়ে চলাচল করতে হয়। সব সময় পানির প্রবাহ আছে, তেমন পাথুরে পথ বেছে নিতে হবে। মনে রাখতে হবে, পাথরের ওপর সব সময় পানির প্রবাহ থাকলে সেগুলো পিচ্ছিল হয় না। যে পাথরগুলো দেখতে পরিষ্কার এবং সাদা, সেগুলো পিচ্ছিল হয় না। সবুজ শেওলাযুক্ত বা মাটি জমে থাকা পাথরের ওপর পা দেওয়া যাবে না। সেগুলো খুবই পিচ্ছিল হয়। একটি পাথরের গায়ে পা দেওয়ার আগে অবশ্যই সেটির গায়ে হালকা করে পা দিয়ে চাপ দিয়ে দেখতে হবে পিচ্ছিল কি না বা আপনার ভর নিতে পারবে কি না। কখনোই না জেনে বা বুঝে কোনো পাথরের ওপর লাফ দেওয়া যাবে না।
লেখক: প্রতিষ্ঠাতা, বেঙ্গল ট্রেকার্স
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে