এআই ব্যবহার করে পর্যটনে প্রতিবেশীদের টেক্কা দিল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০: ৫০
Thumbnail image

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। সম্প্রতি পর্যটনবিষয়ক এক র‍্যাঙ্কিংয়ে প্রতিবেশী দেশগুলোকে টেক্কা দিয়েছে ইন্দোনেশিয়া। আর এ জন্য দেশটি কৃতিত্ব দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তাকে। 

এ বছরের ট্রাভেল অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স বিশ্বে দেশটির অবস্থান ২২তম। ২০২২-র অবস্থানের চেয়ে দশ ধাপ উন্নতি হয়েছে দেশটির। এতে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো পর্যটকদের পছন্দের তালিকায় থাকা দেশগুলোকে পেছনে ফেলেছ তারা। তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়ার ওপরে আছে কেবল সিঙ্গাপুর।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত দ্বিবার্ষিক র‌্যাঙ্কিং থেকে এ তথ্য জানা যায়।

ছবি: ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়গত সপ্তাহে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক অনুষ্ঠানে দেশটির পর্যটন ও সৃজনশীল অর্থনীতিবিষয়ক মন্ত্রী সান্দিয়াগা সালাহউদ্দিন উনো বলেন, ‘এআই এই বড় লাফ দিতে আমাদের সাহায্য করেছে।’ 

ইন্দোনেশিয়ার সংবাদসংস্থা আনতারা এ তথ্য নিশ্চিত করেছে।

উনো বলেন, এআই মূল্যায়ন করে, সংখ্যার চেয়ে পর্যটকের প্রকৃতি বা গুণমান বেশি গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ায় পর্যটকদের গুণমান তাঁদের গন্তব্যে থাকার সময় এবং তাঁরা কত খরচ করে তা দ্বারা প্রতিফলিত হয়।

ইন্দোনেশিয়ার বালির সাগর সৈকতে পর্যটকেরা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, এআইয়ের কারণে ইন্দোনেশিয়া মানসম্মত এবং টেকসই পর্যটন পরিষেবা চালু করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৪ লাখ বিদেশি পর্যটক এসেছে ইন্দোনেশিয়ায়। গত বছরের একই সময়ের তুলনায় এটি ২১ শতাংশ বেশি। এ বছর মোটা ১ কোটি ৭০ লাখ পর্যটক ইন্দোনেশিয়ায় ভ্রমণ করবে বলে আশা কর্তৃপক্ষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত