মুহাম্মদ জাভেদ হাকিম
সেদিন ছিল সাপ্তাহিক হাটবার। সেই হাটে প্রায় আড়াই কেজি ওজনের দেশি মোরগ দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিই। পছন্দসই মোরগ পেয়ে ভারাক্রান্ত মনেও হেসে উঠি সবাই।
মন খারাপের কারণ আছে। রাতভর বাসযাত্রার পর ভোরবেলা স্পিডবোট ভাড়া করে যাচ্ছিলাম ঠেগামুখ। বোটচালক স্থানীয় বলে কখনো লেকের জল, কখনো খালের জল আবার কখনোবা কর্ণফুলীর নদীর জল কেটে আমাদের নিয়ে যাচ্ছিলেন গন্তব্যের দিকে। চোখের সামনে ধরা দিচ্ছিল প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। বিশেষ করে নদীর দুই তীরের নয়নাভিরাম দৃশ্য আর আদিবাসীদের যাপিত জীবনের চালচিত্র মনে রাখার মতো; কিন্তু মাঝপথ থেকে ফিরতে হয়েছে। এমনটি হলে কার মন খারাপ হবে না? সে যাক।
সারা দিনের ব্যর্থ অভিযান শেষে ঠিক সন্ধ্যায় রিজার্ভ বাজার পৌঁছে হোটেলে উঠি। ইতিমধ্যে পরদিনের পরিকল্পনা সারা হয়। আজ ঘুমাতে হবে দ্রুত। সকাল সকাল চলে যাব ফুরমোন পাহাড়ে। কিছু সময় বিশ্রাম নিয়ে ঢুঁ মারি স্থানীয় বাজারে। হালকা কেনাকাটার ফাঁকে এক হোটেলের বাবুর্চিকে দিয়ে মোরগ রান্না করিয়ে নিই। খেয়েদেয়ে সোজা রুমে।
ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে। চটজলদি সবাই রেডি। ভোরের হাওয়ায় সর্পিল আঁকাবাঁকা পাহাড়ি পথে বেবিট্যাক্সি চলে। প্রায় ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাই মানিকছড়ি যৌথ খামারে। দৃষ্টির সীমায় ফুরমোনের চূড়া। ট্যাক্সি ছেড়ে ট্রেইল শুরু। আমরা চূড়ায় উঠব অফ রুট দিয়ে। সাধারণত পর্যটকেরা এপাশ দিয়ে ট্রেকিং করেন না। ট্রেইলের কিছুটা শেষ করে ছবির মতো সুন্দর একটি আদিবাসীপাড়ায় চোখ আটকায়। তাদের ঘরগুলো বাগানবিলাস ফুলগাছ দিয়ে ঘেরা। তার ওপর ফুটে থাকা ফুলের হাতছানি। এ রকম অসাধারণ পাহাড়ি পরিবেশে কিছু সময় চলল ফটোশুট। এরপর ধীরে ধীরে বুনোপথে হাইকিং।
যত এগিয়ে যাই, ততই মুগ্ধতা ভর করে। যেতে যেতে শুরু হলো বন্ধুর পথ। ততক্ষণে কুয়াশা কেটে উঠে গেছে সূর্য। ঘণ্টাখানেক হাঁটার পর ফুরমোনের চূড়ায় ওঠার মূল ট্রেকিং শুরু। ততক্ষণে রোদ উঠেছে। মাঝেমধ্যে বিশ্রামের সুযোগে পেছনে তাকাই। আসলে আমরা দাঁড়াতে চাইনি। আমাদের দাঁড়াতে বাধ্য করেছে ‘উন্মাদ’ প্রকৃতি। যত দূর চোখ যায়, সবুজে ঘেরা ছোট-বড় পাহাড়ের চূড়া। দূরের চূড়াগুলো ফুরমোন চূড়ায় ওঠার শক্তি জোগাচ্ছে। উঠতে উঠতে পেলাম সেনাবাহিনীর ক্যাম্প। খানিকটা সময় সেনাসদস্যদের সঙ্গে আলাপ করে আবারও উঁচু-নিচু পাহাড়ি পথে ছুটে চলা।
এ পথে কিছু জায়গা আছে, পা হড়কালেই হাজার ফুট নিচে পড়তে হবে। আসলে পাহাড়ে ভ্রমণের মজা এমন জায়গাগুলোতে। সেই মুহূর্তগুলো হয় রোমাঞ্চকর। এসব রোমাঞ্চ শেষ না হতেই ফুরমোনের চূড়ায় পৌঁছে যাই। এ যে আরেক দুনিয়া! চূড়ার পরিধি খুব বেশি নয়। কিন্তু ফুরমোনের ওপর দাঁড়িয়ে দূরের ঢেউখেলানো পাহাড়, ভেসে বেড়ানো শুভ্র মেঘ আর নীল আকাশের সৌন্দর্য আপনাকে বারবার চূড়ায় ডাকবে। ফুরমোন শব্দের অর্থ ফুরফুরে মন। এটি চাকমা ভাষার শব্দ। নামের সঙ্গে এর মিল রয়েছে শতভাগ। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৫১৮ ফুট উচ্চতার ফুরমোন চূড়ার ওপর রয়েছে বৌদ্ধমন্দির। সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি শাল, গর্জন, সেগুন এবং মুলিবাঁশের বন। নেমে যাওয়ার সিঁড়ি চমৎকার ডিজাইনের। ধীরপায়ে নামতে শুরু করি। সিঁড়িতে ধাপ আছে ৭০৭টি। নেমে দেখি ফুরমোনের পাদদেশ, সে আরেক ভিন্ন জগৎ!
প্রাকৃতিক ও সৃজিতের মেলবন্ধনে দৃষ্টিনন্দন বন। ট্রেইল ধরে এগোতে থাকি। যত এগোতে থাকি, ইচ্ছা করে আরও সামনে যাওয়ার। অচেনা পাখির সুরেলা ডাক, শুকনো পাতার মর্মর শব্দ। বনের কোথাও কোথাও এতটা ঘন যে সূর্যের আলো হার মেনেছে। বেশ রোমাঞ্চকর অনুভূতি। ঘড়ির কাঁটা বেলা ৩টা ছুঁই ছুঁই। পেটেও পড়েছে খানিকটা টান। তাই দেরি না করে লোকালয়ের দিকে এগোতে থাকি। সে আরেক পৃথিবী! যেখানে রয়েছে শুধু পাহাড়ের খাদে প্রাচীন বৃক্ষরাজি। সেই গল্প আজ নয়।
সেদিন ছিল সাপ্তাহিক হাটবার। সেই হাটে প্রায় আড়াই কেজি ওজনের দেশি মোরগ দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিই। পছন্দসই মোরগ পেয়ে ভারাক্রান্ত মনেও হেসে উঠি সবাই।
মন খারাপের কারণ আছে। রাতভর বাসযাত্রার পর ভোরবেলা স্পিডবোট ভাড়া করে যাচ্ছিলাম ঠেগামুখ। বোটচালক স্থানীয় বলে কখনো লেকের জল, কখনো খালের জল আবার কখনোবা কর্ণফুলীর নদীর জল কেটে আমাদের নিয়ে যাচ্ছিলেন গন্তব্যের দিকে। চোখের সামনে ধরা দিচ্ছিল প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। বিশেষ করে নদীর দুই তীরের নয়নাভিরাম দৃশ্য আর আদিবাসীদের যাপিত জীবনের চালচিত্র মনে রাখার মতো; কিন্তু মাঝপথ থেকে ফিরতে হয়েছে। এমনটি হলে কার মন খারাপ হবে না? সে যাক।
সারা দিনের ব্যর্থ অভিযান শেষে ঠিক সন্ধ্যায় রিজার্ভ বাজার পৌঁছে হোটেলে উঠি। ইতিমধ্যে পরদিনের পরিকল্পনা সারা হয়। আজ ঘুমাতে হবে দ্রুত। সকাল সকাল চলে যাব ফুরমোন পাহাড়ে। কিছু সময় বিশ্রাম নিয়ে ঢুঁ মারি স্থানীয় বাজারে। হালকা কেনাকাটার ফাঁকে এক হোটেলের বাবুর্চিকে দিয়ে মোরগ রান্না করিয়ে নিই। খেয়েদেয়ে সোজা রুমে।
ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে। চটজলদি সবাই রেডি। ভোরের হাওয়ায় সর্পিল আঁকাবাঁকা পাহাড়ি পথে বেবিট্যাক্সি চলে। প্রায় ৪০ মিনিটের মধ্যে পৌঁছে যাই মানিকছড়ি যৌথ খামারে। দৃষ্টির সীমায় ফুরমোনের চূড়া। ট্যাক্সি ছেড়ে ট্রেইল শুরু। আমরা চূড়ায় উঠব অফ রুট দিয়ে। সাধারণত পর্যটকেরা এপাশ দিয়ে ট্রেকিং করেন না। ট্রেইলের কিছুটা শেষ করে ছবির মতো সুন্দর একটি আদিবাসীপাড়ায় চোখ আটকায়। তাদের ঘরগুলো বাগানবিলাস ফুলগাছ দিয়ে ঘেরা। তার ওপর ফুটে থাকা ফুলের হাতছানি। এ রকম অসাধারণ পাহাড়ি পরিবেশে কিছু সময় চলল ফটোশুট। এরপর ধীরে ধীরে বুনোপথে হাইকিং।
যত এগিয়ে যাই, ততই মুগ্ধতা ভর করে। যেতে যেতে শুরু হলো বন্ধুর পথ। ততক্ষণে কুয়াশা কেটে উঠে গেছে সূর্য। ঘণ্টাখানেক হাঁটার পর ফুরমোনের চূড়ায় ওঠার মূল ট্রেকিং শুরু। ততক্ষণে রোদ উঠেছে। মাঝেমধ্যে বিশ্রামের সুযোগে পেছনে তাকাই। আসলে আমরা দাঁড়াতে চাইনি। আমাদের দাঁড়াতে বাধ্য করেছে ‘উন্মাদ’ প্রকৃতি। যত দূর চোখ যায়, সবুজে ঘেরা ছোট-বড় পাহাড়ের চূড়া। দূরের চূড়াগুলো ফুরমোন চূড়ায় ওঠার শক্তি জোগাচ্ছে। উঠতে উঠতে পেলাম সেনাবাহিনীর ক্যাম্প। খানিকটা সময় সেনাসদস্যদের সঙ্গে আলাপ করে আবারও উঁচু-নিচু পাহাড়ি পথে ছুটে চলা।
এ পথে কিছু জায়গা আছে, পা হড়কালেই হাজার ফুট নিচে পড়তে হবে। আসলে পাহাড়ে ভ্রমণের মজা এমন জায়গাগুলোতে। সেই মুহূর্তগুলো হয় রোমাঞ্চকর। এসব রোমাঞ্চ শেষ না হতেই ফুরমোনের চূড়ায় পৌঁছে যাই। এ যে আরেক দুনিয়া! চূড়ার পরিধি খুব বেশি নয়। কিন্তু ফুরমোনের ওপর দাঁড়িয়ে দূরের ঢেউখেলানো পাহাড়, ভেসে বেড়ানো শুভ্র মেঘ আর নীল আকাশের সৌন্দর্য আপনাকে বারবার চূড়ায় ডাকবে। ফুরমোন শব্দের অর্থ ফুরফুরে মন। এটি চাকমা ভাষার শব্দ। নামের সঙ্গে এর মিল রয়েছে শতভাগ। ভূপৃষ্ঠ থেকে ১ হাজার ৫১৮ ফুট উচ্চতার ফুরমোন চূড়ার ওপর রয়েছে বৌদ্ধমন্দির। সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখি শাল, গর্জন, সেগুন এবং মুলিবাঁশের বন। নেমে যাওয়ার সিঁড়ি চমৎকার ডিজাইনের। ধীরপায়ে নামতে শুরু করি। সিঁড়িতে ধাপ আছে ৭০৭টি। নেমে দেখি ফুরমোনের পাদদেশ, সে আরেক ভিন্ন জগৎ!
প্রাকৃতিক ও সৃজিতের মেলবন্ধনে দৃষ্টিনন্দন বন। ট্রেইল ধরে এগোতে থাকি। যত এগোতে থাকি, ইচ্ছা করে আরও সামনে যাওয়ার। অচেনা পাখির সুরেলা ডাক, শুকনো পাতার মর্মর শব্দ। বনের কোথাও কোথাও এতটা ঘন যে সূর্যের আলো হার মেনেছে। বেশ রোমাঞ্চকর অনুভূতি। ঘড়ির কাঁটা বেলা ৩টা ছুঁই ছুঁই। পেটেও পড়েছে খানিকটা টান। তাই দেরি না করে লোকালয়ের দিকে এগোতে থাকি। সে আরেক পৃথিবী! যেখানে রয়েছে শুধু পাহাড়ের খাদে প্রাচীন বৃক্ষরাজি। সেই গল্প আজ নয়।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে