অনলাইন ডেস্ক
কিছু কিছু বিমানবন্দরের চারপাশের দৃশ্য এতটাই সুন্দর যে আপনার মনে হবে উড়োজাহাজটা এত তাড়াতাড়ি কেন নেমে গেল! এমনকি ফ্লাইট থেকে নামার পরও অসাধারণ সেই দৃশ্য ঘুরেফিরে বারবার উঁকি দেবে মনের পর্দায়। এমনি কিছু বিমানবন্দরের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ সিএনএন অবলম্বনে। সেই সঙ্গে আপনাদের জন্য বাড়তি পাওয়া, কোন পাশে বসলে দৃশ্যটা বেশি উপভোগ করতে পারবেন সে সংক্রান্ত পরামর্শ।
নিস (এনসিই)
ফ্রান্সের নিসে বিমানবন্দরটির চারপাশেই জলের রাজত্ব। বাম দিক থেকে কুত দে’জুর উপকূলরেখা অতিক্রম করে এগিয়ে যাবেন। আর ডানে থাকলে দেখতে পাবেন সূর্যের আলো পড়ে ঝকমক করা সমুদ্র। এমনকি বাম দিক থেকে ছোট্ট দেশ মোনাকোর চমৎকার দৃশ্যও নজর কাড়বে।
রিও ডি জেনিরো (এসডিইউ)
ঢেউ খেলানো পাহাড়, বালুকাময় সৈকত এবং আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা ব্রাজিলের রিও ডি জেনিরো চোখ জুড়িয়ে দেওয়া এক জায়গা। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তস দুমন্ততে নামে অভ্যন্তরীণ ফ্লাইটগুলি। এটি যে শুধু শহরের কেন্দ্রে তা নয়, এর অবস্থান গুয়ানাবেরার উপসাগরেরও কাছে।
উড়োজাহাজে ডান পাশে বসলে রিওর বিখ্যাত সব স্থাপনা দেখার পাশাপাশি সুগারলোফ পর্বতমালার অপরূপ রূপ-মাধুর্য উপভোগের সুযোগও হবে আপনার।
মালে (ভিআইএ)
মালদ্বীপে আপনি যে চমকে দেওয়া সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছেন তার আভাস পাবেন ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সময়ই। হুলহুলে দ্বীপে অবস্থিত বিমানবন্দরটিতে যখন অবতরণ করবেন প্রবাল প্রাচীর ঘেরা উপহ্রদ ও ভারত মহাসাগর মুগ্ধ করবে আপনাকে।
সনফ্রান্সিসকো (এসএফও)
উপকূল রেখা ও পাহাড় মিলিয়ে বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এয়ারপোর্টে অবতরণের সময়। এ সময় শহরের দৃশ্য এবং বিখ্যাত গোল্ডেন গেট দেখেও মুগ্ধ হবেন। এ ছাড়া বামে বসলে দেখা পাবেন প্রশান্ত মহাসাগরের, ডানে উপসাগরীয় এলাকার।
কেপটাউন (সিপিটি)
ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা এবং পেছনে টেবল মাউন্টেন—সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিমানবন্দরে নামার সময় যে দৃশ্যের মুখোমুখি হবেন তার জুড়ি মেলা ভার।
ডানদিকে বসাটাই বুদ্ধিমানের কাজ হবে। যদি উত্তর-পশ্চিম দিক দিয়ে যায় উড়োজাহাজটি তাহলে মেঘের রাজ্যে মাথা উঁচু করে থাকা টেবল মাউন্টেনের পাশ দিয়ে যাবেন। আপনি কেপ উপদ্বীপের সাইমন’স টাউনও দেখতে পাবেন। আবার সরাসরি সমুদ্রের ওপর দিয়ে উড়ে গিয়ে শহরের দিকে ফিরে আসতে পারে উড়োজাহাজটি। এ ক্ষেত্রে, আপনার উভয় পাশে জলের দৃশ্য থাকবে।
হংকং (এইচকেজি)
দক্ষিণ চীন সাগরের বুকে পুনরুদ্ধার হওয়া এক টুকরো জমিতে গড়ে উঠেছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বুঝতেই পারছেন ল্যান্ডিংয়ের সময় কী শ্বাসরুদ্ধকর এক সৌন্দর্যের মুখোমুখি হতে যাচ্ছেন।
দৃষ্টিসীমা খুব ভালো নয়, তবে আপনি মেঘের স্তরের নিচে নামলে দক্ষিণ চীন সাগর এবং এর দ্বীপগুলির দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। লান্টাউ দ্বীপের কাছাকাছি (সাধারণত ডানদিকে) এবং টারমাকের দিকে নামার আগে আপনি কন্টেইনারবাহী জাহাজ, মাছ ধরার নৌকার ওপর দিয়ে উড়ে যাবেন।
লন্ডন হিথ্রো (এলএইচআর)
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল থেকে হিথ্রো বিমানবন্দর কিছুটা দূরে হলেও শহরের চমৎকার দৃশ্য উপভোগে তাতে বাধা পড়বে না। মধ্য লন্ডনে টেমস নদীকে অনুসরণ করে লন্ডন ব্রিজ ও সেন্ট পল’স ক্যাথেড্রালের ওপর দিয়ে উড়ে যাবেন। তারপর বিমানবন্দরটিকে ঘিরে থাকা বাকিংহাম প্যালেস ও রয়েল পার্ককে অতিক্রম করবেন। ঠিক নামার মুহূর্তে এক ঝলকের জন্য দেখবেন বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম।
সান্তিয়াগো দে চিলি (এসসিএল)
যদি তুষার ঢাকা পর্বতমালা প্রথম পছন্দ হয় তবে এটি আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। এখানে অবতরণের সময় আন্দিজের অসাধারণ দৃশ্যে চোখ আটকে যাবে আপনার। বাম পাশে বসলে নামার পুরো পথটাই আন্দিজ আপনার সঙ্গে থাকবে।
সাও পাওলো (জিআরইউ)
পৃথিবীর পতুর্গীজভাষী মানুষের বসবাস এমন সবচেয়ে বড় শহর এটি। মাটি থেকে ব্রাজিলের সাও পাওলোকে বিশাল এক শহর বলে মনে হলেও উড়ন্ত অবস্থায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
গোটা শহরটিকে ভালোভাবে দেখতে একটি সন্ধ্যায় ফ্লাইট নিন। এমনকি আকাশে মেঘ থাকলেও ঝলমলে শহরটি থেকে বিচ্ছুরিত শক্তিশালী আলোকরশ্মির প্রভাবে মেঘগুলিও জ্বলজ্বল করতে থাকে। যেদিকেই বসেন না কেন আলো ঝলমলে শহরটি দেখায় বাধা পড়বে না।
কিছু কিছু বিমানবন্দরের চারপাশের দৃশ্য এতটাই সুন্দর যে আপনার মনে হবে উড়োজাহাজটা এত তাড়াতাড়ি কেন নেমে গেল! এমনকি ফ্লাইট থেকে নামার পরও অসাধারণ সেই দৃশ্য ঘুরেফিরে বারবার উঁকি দেবে মনের পর্দায়। এমনি কিছু বিমানবন্দরের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ সিএনএন অবলম্বনে। সেই সঙ্গে আপনাদের জন্য বাড়তি পাওয়া, কোন পাশে বসলে দৃশ্যটা বেশি উপভোগ করতে পারবেন সে সংক্রান্ত পরামর্শ।
নিস (এনসিই)
ফ্রান্সের নিসে বিমানবন্দরটির চারপাশেই জলের রাজত্ব। বাম দিক থেকে কুত দে’জুর উপকূলরেখা অতিক্রম করে এগিয়ে যাবেন। আর ডানে থাকলে দেখতে পাবেন সূর্যের আলো পড়ে ঝকমক করা সমুদ্র। এমনকি বাম দিক থেকে ছোট্ট দেশ মোনাকোর চমৎকার দৃশ্যও নজর কাড়বে।
রিও ডি জেনিরো (এসডিইউ)
ঢেউ খেলানো পাহাড়, বালুকাময় সৈকত এবং আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা ব্রাজিলের রিও ডি জেনিরো চোখ জুড়িয়ে দেওয়া এক জায়গা। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তস দুমন্ততে নামে অভ্যন্তরীণ ফ্লাইটগুলি। এটি যে শুধু শহরের কেন্দ্রে তা নয়, এর অবস্থান গুয়ানাবেরার উপসাগরেরও কাছে।
উড়োজাহাজে ডান পাশে বসলে রিওর বিখ্যাত সব স্থাপনা দেখার পাশাপাশি সুগারলোফ পর্বতমালার অপরূপ রূপ-মাধুর্য উপভোগের সুযোগও হবে আপনার।
মালে (ভিআইএ)
মালদ্বীপে আপনি যে চমকে দেওয়া সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছেন তার আভাস পাবেন ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সময়ই। হুলহুলে দ্বীপে অবস্থিত বিমানবন্দরটিতে যখন অবতরণ করবেন প্রবাল প্রাচীর ঘেরা উপহ্রদ ও ভারত মহাসাগর মুগ্ধ করবে আপনাকে।
সনফ্রান্সিসকো (এসএফও)
উপকূল রেখা ও পাহাড় মিলিয়ে বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো এয়ারপোর্টে অবতরণের সময়। এ সময় শহরের দৃশ্য এবং বিখ্যাত গোল্ডেন গেট দেখেও মুগ্ধ হবেন। এ ছাড়া বামে বসলে দেখা পাবেন প্রশান্ত মহাসাগরের, ডানে উপসাগরীয় এলাকার।
কেপটাউন (সিপিটি)
ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর দিয়ে ঘেরা এবং পেছনে টেবল মাউন্টেন—সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিমানবন্দরে নামার সময় যে দৃশ্যের মুখোমুখি হবেন তার জুড়ি মেলা ভার।
ডানদিকে বসাটাই বুদ্ধিমানের কাজ হবে। যদি উত্তর-পশ্চিম দিক দিয়ে যায় উড়োজাহাজটি তাহলে মেঘের রাজ্যে মাথা উঁচু করে থাকা টেবল মাউন্টেনের পাশ দিয়ে যাবেন। আপনি কেপ উপদ্বীপের সাইমন’স টাউনও দেখতে পাবেন। আবার সরাসরি সমুদ্রের ওপর দিয়ে উড়ে গিয়ে শহরের দিকে ফিরে আসতে পারে উড়োজাহাজটি। এ ক্ষেত্রে, আপনার উভয় পাশে জলের দৃশ্য থাকবে।
হংকং (এইচকেজি)
দক্ষিণ চীন সাগরের বুকে পুনরুদ্ধার হওয়া এক টুকরো জমিতে গড়ে উঠেছে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বুঝতেই পারছেন ল্যান্ডিংয়ের সময় কী শ্বাসরুদ্ধকর এক সৌন্দর্যের মুখোমুখি হতে যাচ্ছেন।
দৃষ্টিসীমা খুব ভালো নয়, তবে আপনি মেঘের স্তরের নিচে নামলে দক্ষিণ চীন সাগর এবং এর দ্বীপগুলির দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। লান্টাউ দ্বীপের কাছাকাছি (সাধারণত ডানদিকে) এবং টারমাকের দিকে নামার আগে আপনি কন্টেইনারবাহী জাহাজ, মাছ ধরার নৌকার ওপর দিয়ে উড়ে যাবেন।
লন্ডন হিথ্রো (এলএইচআর)
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল থেকে হিথ্রো বিমানবন্দর কিছুটা দূরে হলেও শহরের চমৎকার দৃশ্য উপভোগে তাতে বাধা পড়বে না। মধ্য লন্ডনে টেমস নদীকে অনুসরণ করে লন্ডন ব্রিজ ও সেন্ট পল’স ক্যাথেড্রালের ওপর দিয়ে উড়ে যাবেন। তারপর বিমানবন্দরটিকে ঘিরে থাকা বাকিংহাম প্যালেস ও রয়েল পার্ককে অতিক্রম করবেন। ঠিক নামার মুহূর্তে এক ঝলকের জন্য দেখবেন বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম।
সান্তিয়াগো দে চিলি (এসসিএল)
যদি তুষার ঢাকা পর্বতমালা প্রথম পছন্দ হয় তবে এটি আপনার কাঙ্ক্ষিত গন্তব্য। এখানে অবতরণের সময় আন্দিজের অসাধারণ দৃশ্যে চোখ আটকে যাবে আপনার। বাম পাশে বসলে নামার পুরো পথটাই আন্দিজ আপনার সঙ্গে থাকবে।
সাও পাওলো (জিআরইউ)
পৃথিবীর পতুর্গীজভাষী মানুষের বসবাস এমন সবচেয়ে বড় শহর এটি। মাটি থেকে ব্রাজিলের সাও পাওলোকে বিশাল এক শহর বলে মনে হলেও উড়ন্ত অবস্থায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
গোটা শহরটিকে ভালোভাবে দেখতে একটি সন্ধ্যায় ফ্লাইট নিন। এমনকি আকাশে মেঘ থাকলেও ঝলমলে শহরটি থেকে বিচ্ছুরিত শক্তিশালী আলোকরশ্মির প্রভাবে মেঘগুলিও জ্বলজ্বল করতে থাকে। যেদিকেই বসেন না কেন আলো ঝলমলে শহরটি দেখায় বাধা পড়বে না।
সম্প্রতি বলিউডের দুই প্রজন্মের দুই অভিনেত্রী শাড়ির সঙ্গে এক বিশেষ ধরণের বেল্ট পরে চলে এসেছিলেন ক্যামেরার সামনে। এদের একজন কাজল অন্যজন শ্রদ্ধা কাপুর। এটি নতুন ট্রেন্ড হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করছেন অনেকেই।
৯ মিনিট আগেঘুম থেকে উঠেই ফেসবুক স্ক্রল করে মন খারাপ হলো নাকি ঠোঁটে ছড়িয়ে পড়ল হাসি? হুম, ঘটনা সত্য়। লাখো নারী ভক্তদের মন ভেঙে ভারতীয় সঙ্গীত তারকা দর্শন রাভাল গতকাল শনিবার গাঁটছড়া বেঁধেছেন। কনে আর কেউ না, তারই প্রিয় বন্ধু। তবে শোনা যাচ্ছে, সদ্য় বিয়ে করা স্ত্রী ধারাল সুরেলিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন...
৬ ঘণ্টা আগে১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
৩ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগে